প্রয়াত অভিনেতা রমেন রায় চৌধুরী
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আপাতত বাড়িতেই ছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত অভিনেতা রমেন রায় চৌধুরী। মঙ্গলবার, নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে মারণ ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি। পাশাপাশি, কিডনির সমস্যাও তৈরি হয়েছিল তাঁর। যেকারণে কিছুদিন আগে হাসপাতালেও ভর্তি করা হয় প্রবীণ অভিনেতাকে। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আপাতত বাড়িতেই ছিলেন তিনি।
আরও পড়ুন-ভাগ্যের নিদারুণ পরিহাসে এই অভিনেতা বর্তমানে বহুতলের নিরাপত্তারক্ষী
বাংলা টেলি ধারাবাহিক থেকে শুরু করে বহু সিনেমাতেও কাজ করেছেন তিনি। তপন সিনহা, গৌতম ঘোষের মতো পরিচালকের ছবিতেও কাজ করেছেন তিনি। 'সবুজ দ্বীপের রাজা', 'বাঞ্ছা রামের বাগান', 'অভিষেক', 'সর্বজয়া', 'ত্যাগ', 'জেহাদ' সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। বহু বাংলা ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাঁকেষ পাশাপাশি নাট্য ব্যক্তিত্ব হিসাবেও বেশ খ্যাতি ছিল তাঁর।
আরও পড়ুন-শেষযাত্রায় উপেক্ষিত চিন্ময় রায়, দেখা গেল না বিশেষ কোনও সেলেবকে