Tarun Majumdar Death: `আমার বাবা... আমাকে গড়েছেন,` কাঁদতে কাঁদতে বললেন `ছোট মেয়ে` দেবশ্রী
`উনি শিল্পী গড়তেন। একটা মাটির ডেলাকে তৈরি করেন উনি। প্রাণ দেন।`
শ্রেয়সী গাঙ্গুলি : 'বাবা' আর নেই। অঝোরে কেঁদে চলেছেন দেবশ্রী রায়। বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুসংবাদ (Tarun Majumdar Death) পেতেই কান্নায় ভেঙে পড়লেন দেবশ্রী (Debashree Roy)। বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumdar) 'দাদার কীর্তি' থেকে 'ভালোবাসা ভালোবাসা', বিখ্যাত ছবির-ই নায়িকা ছিলেন দেবশ্রী।
তরুণ মজুমদার-ই তাঁর নাম দিয়েছিলেন "দেবশ্রী"। বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদারের প্রয়াণের খবর পেতেই কাঁদতে কাঁদতে দেবশ্রী রায় বলেন, "আমি কিছু বলতে পারছি না। আমার মনের অবস্থা কী আমি বোঝাতে পারব না। উনি তো আমাকে ছোট মেয়ে বলতেন। আমার অস্তিত্ব-ই তৈরি করেছিলেন উনি। আমাকে গড়েছেন উনি। ওনার দেওয়া নাম দেবশ্রী। আমার বাবা... আর সন্ধ্যাদিকে মা বলি।"
দেবশ্রী রায় জানান, সাড়ে ৩-৪ বছর বয়স থেকেই তরুণ মজুমদারের সঙ্গে যোগাযোগ তাঁর। সেই ছোট্ট বয়স থেকে অনেক স্মৃতি রয়েছে তাঁর বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে। স্মৃতিচারণ করতে করতেই দেবশ্রী রায় বলেন, "উনি শিল্পী গড়তেন। একটা মাটির ডেলাকে তৈরি করেন উনি। প্রাণ দেন।"
পাশাপাশি, বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার সবসময় যোগ্য সম্মান পাননি বলেও আক্ষেপ করেন অভিনেত্রী। তবে সারা বাংলা তথা সারা ভারতের মানুষের তাঁর কাজ রয়ে যাবে বলেও শ্রদ্ধাজ্ঞাপন করেন দেবশ্রী। সোমবার সকাল ১১টা বেজে ১৭ মিনিটে এসএসকেএমে প্রয়াত হন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ দু-দশক ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। পরে হাসপাতালে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে।
আরও পড়ুন, Tarun Majumdar Death: অপূরণীয় ক্ষতি, তরুণ মজুমদারের প্রয়াণে লিখলেন মুখ্যমন্ত্রী
Tarun Majumdar Death: 'আমাদের অভিভাবক ছিলেন, মাথার উপর থেকে চলে গেলেন'
Tarun Majumdar Death : পলাতক জীবনপুরের পথিক