নিজস্ব প্রতিবেদন: একটা জঙ্গি হামলার পিছনে গোটা পাকিস্তানকে দায়ী করে লাভ নেই। পাশাপাশি জঙ্গি হামলার পিছনে পাকিস্তান ঠিক কতটা দায়ী তা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নভজ্যোৎ সিং সিধু। তাঁর এই মন্তব্যেই পরই তাঁর বিরুদ্ধে বিক্ষোভের ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়াতেও নভজ্যোৎ সিং সিধুকে আক্রমণ করা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী


এদিকে 'কপিল শর্মা শো'য়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিধু। তাই এই শো বাতিল করার দাবি ওঠে। অবশেষে চ্যানেল কর্তৃপক্ষ নভজ্যোত সিং সিধুকে শো থেকে বের করে দেন। তবে এবার সেই নভজ্যোত সিং সিধুকে শো থেকে বের করে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে এবার ফের বিতর্ক তৈরি করলেন কপিল শর্মা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে বয়কট করার দাবি জানিয়ে কৌতুকশিল্পী কপিল শর্মাকে আক্রমণ করেন নেটিজেনরা।


কপিল শর্মা বলেন, '' এটা খুবই ছোট একটা ঘটনা। এর জন্য নভজ্যোৎ সি সিধুকে বয়কট করে কোনও সমস্যার চিরস্থায়ী সমাধান হওয়া সম্ভব নয়। আমাদের স্থায়ী সমাধান খোঁজা উচিত। ''


আরও পড়ুন-সারার জন্য সুশান্তকে এক্কেবারেই পছন্দ নয় করিনার! সৎ মেয়েকে বার্তা বেবোর


আর কপিলের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় #BoycottKapilSharma-দিয়ে কপিলকে আক্রমণ করে বিভিন্ন টুইট ট্রেন্ড করতে শুরু করে। দেখুন কে কী লিখেছেন...









এদিকে এবিষয়ে কপিল শর্মার অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আরও পড়ুন-কেন সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হল ভবিষ্যতের ভূত? কী বললেন মমতা?