নিজস্ব প্রতিবেদন : 'পদ্মাবতী'র পর কি এবার সেন্সর বোর্ডের প্রক্রিয়াগত জটিলতার কারণে মুক্তি পিছোচ্ছে সলমনের 'টাইগার জিন্দা হ্যায়'-এর? সেন্সর বোর্ডের নতুন নিয়ম তো তেমনই আশঙ্কা দেখা দিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি সেন্সর বোর্ডের পদ্ধতিগত কারণে মুক্তি পিছিয়ে গিয়েছে 'পদ্মাবতী'র।  ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত সঞ্জয়লীলা বনশালির ছবি কবে দর্শকদের সামনে আসবে তা এখন লাখ টাকার প্রশ্ন।  একদিকে বিক্ষোভ, অন্যদিকে সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতী এখনও পর্যন্ত দেখেই উঠতে পারেনি সেন্সর বোর্ড। আবেদনে ত্রুটি থাকায় তা নির্মাতাদের কাছে ছবি ফেরত পাঠিয়ে দিয়েছে সেন্সর বোর্ড। তার উপর সেন্সর বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী সিনেমা মুক্তির অন্তত ৬৮ দিন আগে সার্টিফিকেশনের জন্য আবেদন করতে হবে। 


তাই প্রশ্ন উঠছে এই নতুন অনুসারে তবে কি পিছিয়ে যেতে পারে 'টাইগার জিন্দা হ্যায়'-এর মুক্তিও? আলি আব্বাস জাফরের এই ফিল্ম চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।  কিন্তু ৬৮ দিনের চক্করে আদৌ ওই দিন ভাইজানের সিনেমা মুক্তি পাবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি অনেক প্রযোজক এমন প্রশ্নও তুলছেন, এর আগে মাত্র এক দিনের মধ্যে কীভাবে বাবা রাম রহিমের সিনেমাকে মুক্তির ছাড়পত্র দিয়েছিল সেন্সর বোর্ড?


আরও পড়ুন- সবাইকে 'সোয়াগ সে সোয়াগত' জানাচ্ছেন সলমন-ক্যাট