সোনু সুদের পর এবার দিল্লিতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাচ্ছেন স্বরা ভাস্কর
দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে শ্রমিকদের জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করছেন স্বরা।
নিজস্ব প্রতিবেদন : সোনু সুদ. অভিতাভ বচ্চনের পর এবার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে এগিয়ে এলেন স্বরা ভাস্কর। দিল্লির পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে উদ্যোগী হলে অভিনেত্রী। সরকারের অনুমতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে শ্রমিকদের জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করছেন স্বরা।
জানা যাচ্ছে. ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহারের ১,৩৫০ জন শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে টিকিটের ব্যবস্থা করেছেন স্বরা। জানা যাচ্ছে একটি টিম তৈরি করে স্বরা দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন স্বরা। পরিযায়ী শ্রমিকদের কে কোথায় যাবেন, জেনে নিচ্ছেন স্বরার টিমের সদস্যরা।
আরও পড়ুন-'দেশের অন্যতম ধনী হতে চাই', জীবনের লক্ষ্য নিয়ে মুখ খুললেন কঙ্গনা
আরও পড়ুন-''তুমি একা ভাত খাবে? ওরা কেউ খাবে না?'' আমফান বিধ্বস্ত মানুষের জন্য কবিতা লিখলেন রুদ্রনীল
টাইমস নাউ-কে স্বরা জানিয়েছেন, ''আমি বাড়িতে সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে রয়েছি। আর লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে ছিটিয়ে কত কষ্ট করে থাকতে বাধ্য হচ্ছেন। এটা ভেবে আমার লজ্জাবোধ হচ্ছে।''
তবে শুধু সোনু সুদের পাশাপাশি শুক্রবারই ১০টি বাসের ব্যবস্থা করে মুম্বইয়ে বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়েছেন অমিতাভ বচ্চন।