শাহরুখ কন্যা সুহানার পর কাজলের সন্তানদের সঙ্গে কী হল?
![শাহরুখ কন্যা সুহানার পর কাজলের সন্তানদের সঙ্গে কী হল? শাহরুখ কন্যা সুহানার পর কাজলের সন্তানদের সঙ্গে কী হল?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/30/92276-kajol.jpg)
ওয়েব ডেস্ক : তারকা সন্তানদের ছবি তোলার সময় আরও সহানুভূতিশীল হওয়া উচিত সাংবাদিকদের। ছোট ওরা। ওদের কার বয়স ১৩, কারও ১৪ আবার কারও ১৫। তাই ওরা সব সময় সব কিছু বুঝে উঠতে পারে না। তাই ওদের ছবি তোলার সময় আরও বেশি করে সতর্ক হওয়া উচিত পাপারাতজিদের। স্টার কিডদের ছবি তোলা নিয়ে এবার এমনই মন্তব্য করলেন অজয় দেবগন।
সম্প্রতি টিউবলাইটের স্পেশাল স্ক্রিনিংয়ের সময় শাহরুখ কন্যা সুহানা খান আটকে পড়েন পাপারাতজিদের মাঝে। ‘বাবা আমাকে নিয়ে যাও’, ওই ফোন পাওয়ার পর পরই মেয়ের কাছে দৌড়ে যান কিং খান। এবং, নিজে সঙ্গে করে মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন তিনি।
ওই ঘটনার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন কাজল। বলেন, নাইশা কিম্বা যুগ(কাজল-অজয়ের দুই সন্তান)-এর সঙ্গে ওরকম কিছু হলে, তিনি ভয় পেয়ে যেতেন। তাই তারকা সন্তানদের ছবি তোলার ক্ষেত্রে সাংবাদিকদের আরও যত্নবান হওয়া উচিত বলেও মন্তব্য করেন কাজল।