রাম মন্দিরের জন্য চাঁদা দিন, আবেদন Akshay-র
নিজের ইনস্টাগ্রাম পোস্টে রামায়ণের (Ramayana) গল্প শুনিয়ে সকলকে উৎসাহিত করার চেষ্টা করলেন আক্কি।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=qJAr6qVx)
![রাম মন্দিরের জন্য চাঁদা দিন, আবেদন Akshay-র রাম মন্দিরের জন্য চাঁদা দিন, আবেদন Akshay-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/17/302099-whatsapp-image-2020-08-04-at-5.49.41-pm.jpeg)
নিজস্ব প্রতিবেদন : রাম মন্দিরের জন্য চাঁদা সংগ্রহে এবার উদ্যোগী অক্ষয়। ''রাম মন্দিরের (Ram Temple) জন্য অনুদান দিন, অযোধ্যায় (Ayodhya) ঐতিহাসিক রাম মন্দির বানাতে সাহায্য করুন।'' এমন অনুরোধই করতে শোনা গেল অক্ষয় কুমারকে। নিজের ইনস্টাগ্রাম পোস্টে রামায়ণের (Ramayana) গল্প শুনিয়ে সকলকে উৎসাহিত করার চেষ্টা করলেন আক্কি।
নিজের ইনস্টাগ্রামে অক্ষয় একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে অক্ষয়কে বলতে শোনা গেল ''গতকাল রাতেই আমি আমার মেয়েকে একটা গল্প বলছিলাম। আপনারাও কি সেই গল্প শুনবেন?'' যেখানে কাঠবিড়ালির গল্প বলতে শোনা গেল আক্কিকে। তিনি বলেন, রাম সেতু বানাতে ছোট্ট কাঠবিড়ালিরও অবদান ছিল। যে সেতু দিয়ে শ্রীরাম লঙ্কায় পৌঁছেছিলেন। এই কাঠবিড়লির গল্পই সকলকে রামসেতুর জন্য অনুদান দিতে উৎসাহিত করবে। অক্ষয় বলেন, ''অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের মধ্যে থেকেই কেউ বানর, কেউ কাঠবিড়ালি হয়ে নিজেদের মত করে এই ঐতিহাসিক রামমন্দির বানানোর কাজে যোগ দিন। আমি যোগ দিয়েছি, আমার বিশ্বাস আপনারাও আমার সঙ্গে যোগ দেবেন।''
আরও পড়ুন-সায়নী ঘোষের বিরুদ্ধে তথাগতর FIR, কী বললেন Koushik Sen, Rudranil Ghosh, Sidhu
बहुत खुशी की बात है कि अयोध्या में हमारे श्री राम के भव्य मंदिर का निर्माण शुरू हो चूका है...अब योगदान की बारी हमारी है l मैंने शुरुआत कर दी है, उम्मीद है आप भी साथ जुड़ेंगे l जय सियाराम pic.twitter.com/5SvzgfBVCf
— Akshay Kumar (@akshaykumar) January 17, 2021
জানা যাচ্ছে, অযোধ্যায় রামমন্দির বানানোর কাজে অনুদান দিয়েছেন খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশের মোট ৫২ লক্ষ ৫হাজার গ্রাম থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। যে ফান্ড রামমন্দির তৈরির কাজে তুলে দেওয়া হবে।