অসমের বন্যা দুর্গতদের পাশে অক্ষয়, ২ কোটি টাকা অনুদান পাঠালেন অভিনেতা

 অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য ১ কোটি টাকা অনুদান দিলেন অক্ষয়।

Updated By: Jul 17, 2019, 06:10 PM IST
অসমের বন্যা দুর্গতদের পাশে অক্ষয়, ২ কোটি টাকা অনুদান পাঠালেন অভিনেতা

নিজস্ব প্রতিবেদন: ক্রমাগত অবনতি হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ১১ জন মানুষের। ৩ লক্ষ মানুষ ভিটে ছাড়া। ক্ষতিগ্রস্ত ৭ লক্ষেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত অসমের ৩৩ টি জেলা। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেতা জেলা। এবার অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন অভিনেতা অক্ষয় কুমার। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য ১ কোটি টাকা অনুদান দিলেন অক্ষয়।

আরও পড়ুন-বিশেষ অনুরাগীর উপহার, আবেগপ্রবণ সলমন

অসমের বন্যা দুর্গতদের জন্য এই অনুদানের কথা টুইট করে দেশের মানুষকে অসমের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন অক্ষয়। 

প্রসঙ্গত, ফোর্বসের প্রকাশিত তথ্য অনুসারে সারা বিশ্বের সবচেয়ে বেশি আয় করা সেলিব্রেটিদের তালিকায় ৩৩ নম্বরে নাম রয়েছে অক্ষয়ের। ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে গত বছর ৪৪৪ কোটি আয় করেছেন অক্ষয়। তবে অবশ্য শুধু অসমের বন্যা দুর্গতদের জন্য নয়, যখনই দেশে কোনও সংঙ্কটজনক পরিস্থিতি হয় তখনই এগিয়ে আসেন অক্ষয়। এর আগে পুলওয়ামা জঙ্গি হামলায় ঘটনা সময়ও শহিদদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অক্ষয়। 'ভারত কী বীর' অ্যাপের মাধ্যমে ৫ কোটি টাকা দিয়েছিলেন অক্ষয়।

আরও পড়ুন- ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের প্রথম ৪ সপ্তাহে ২৬ কেজি ওজন কমেছে: ঋষি কাপুর

.