ওয়েব ডেস্ক: তিনি সুপারস্টার। বেশিরভাগ সময়ই ব্যস্ততাতেই দিন কাটে। তবুও কাজের ফাঁকে সবসময়ই পরিবারের সঙ্গেই সময় কাটানোর চেষ্টা করেন বলিউডের খিলাড়ি। বিশেষত ছেলেমেয়ের সঙ্গে। বহুবারই ছেলে আরব ও মেয়ে নীতারার সঙ্গে আক্কির সময় কাটানোর নানান ভিডিও এসেছে সোশ্যাল মিডিয়ায়। আর ১৫ সেপ্টেম্বর ছেলের জন্মদিনে অক্ষয় আরবকে উইশ করবেন না তা কখনও হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছেলের জন্মদিনে সুন্দর একটা টুইট করেছেন আক্কি, ‌যা দেখলে আপনিও আপ্লুত হবেন।আরবের একটা হ্যান্ডসাম ছবি পোস্ট করে অক্ষয় লিখেছেন, '‍'‍আমি ‌যেমন তোমায় গাছে চড়তে শিখিয়েছি, ঠিক সেইভাবে তোমার কাছ থেকে আমি ভিডিও কল করা শিখেছি। আমার প্রিয় মানুষটার জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।'‍'‍



ছেলের উদ্দেশ্যে অক্ষয়ের এই টুইট নিশ্চিতভাবেই অনেক সন্তানকেই তাঁর বাবার কথা ভাবিয়ে তুলেছে। তবে শুধু অক্ষয়ই নয়, ছেলের জ্ন্মদিনে সুন্দর একটা ভিডিও শেয়ার করেছেন '‍মা' টুইঙ্কেল খান্নাও।‍ 



আরও পড়ুন-প্রেমিকার সঙ্গে স্বামীর ‌সেক্স ভিডিও হাতে পেলেন নন্দিনী, তারপর?