সিংহের সঙ্গে শ্যুটিং অক্ষয়ের, মাঝপথে রেগে সেট ভাঙল পশুরাজ

'সিং ইজ ব্লিং' সিনেমায় সিংহের সঙ্গে এক ফ্রেমে বেশ কয়েকবার দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। সিংহের সঙ্গে শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানালেন অক্ষয়। বলিউডের সাকসেফুল কুমার বললেন, ' দুরুদুরু বুকে সিংহের পাশে গিয়ে বসতাম। একদিন শ্যুটিংয়ের মাঝপথে দেখলাম মেজাজ বিগড়ে গেল মুফাসা নামের সেই সিংহের। পশুরাজের সে কী রাগ!'

Updated By: Sep 23, 2015, 07:47 PM IST
সিংহের সঙ্গে শ্যুটিং অক্ষয়ের, মাঝপথে রেগে সেট ভাঙল পশুরাজ

ওয়েব ডেস্ক: 'সিং ইজ ব্লিং' সিনেমায় সিংহের সঙ্গে এক ফ্রেমে বেশ কয়েকবার দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। সিংহের সঙ্গে শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানালেন অক্ষয়। বলিউডের সাকসেফুল কুমার বললেন, ' দুরুদুরু বুকে সিংহের পাশে গিয়ে বসতাম। একদিন শ্যুটিংয়ের মাঝপথে দেখলাম মেজাজ বিগড়ে গেল মুফাসা নামের সেই সিংহের। পশুরাজের সে কী রাগ!'

.