দরিদ্র কৃষক ও শহিদ পরিবারের পাশে ২ কোটি টাকার অর্থ সাহায্য নিয়ে অমিতাভ

শহিদদের পরিবারগুলির জন্য এবং কৃষকদের হাতে ১ কোটি টাকা করে তুলে দিতে চান বচ্চন।

Updated By: Jun 14, 2018, 08:40 PM IST
দরিদ্র কৃষক ও শহিদ পরিবারের পাশে ২ কোটি টাকার অর্থ সাহায্য নিয়ে অমিতাভ

নিজস্ব প্রতিবেদন: "আমি পারি এবং আমি করব", শহীদ ঘরণী ও দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে একথা ঘোষণা করলেন শাহেনশা।

ভারতীয় সেনাবাহিনীর যেসব সদস্য শহিদ হয়েছেন, তাঁদের স্ত্রীদের এবং কৃষিঋণ পরিশোধে অসমর্থ দরিদ্র কৃষকদের মোট ২ কোটি টাকা আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার এ সংক্রান্ত বেশ কয়েকটি ওয়েব খবরের ইউআরএল আপলোড করে প্রবীণ অভিনেতা এঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

সূত্রের খবর, শহিদদের পরিবারগুলির জন্য এবং কৃষকদের হাতে ১ কোটি টাকা করে তুলে দিতে চান বচ্চন। এই কাজের জন্য আপাতত একটি দল তৈরি করেছেন অমিতাভ। পরিবারগুলির হাতে টাকা পৌঁছে দিতে পারবে এবং বিশ্বাসযোগ্য এমন প্রতিষ্ঠানগুলির একটি তালিকা তৈরি করছে সেই দল। আরও পড়ুন- অসভ্যতা করছিলেন পরিচালক, কষিয়ে থাপ্পড় মারলেন অভিনেত্রী

উল্লেখ্য, অমিতাভ যে এবারই প্রথম আর্থিক সাহায্য করতে এগিয়ে এলেন এমনটা নয়। এর আগেও অন্ধ্রপ্রদেশ এবং বিদর্ভের কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বিগবি।

.