নিজস্ব প্রতিবেদন: তাঁর লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে। মাত্র ২৫ শতাংশের উপর বেঁচে রয়েছেন। নিজের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি এমনই তথ্য জানান অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, দীর্ঘ ৮ বছর ধরে তিনি যক্ষ্মা রোগেও আক্রান্ত ছিলেন বলে জানান বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি একটি স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের অনুষ্ঠানে হাজির হন বিগ বি। সেখানেই নিজের স্বাস্থ্য সম্পর্কে মুখ খোলেন তিনি। অমিতাভের কথায়, 'আমার লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে যেতে গিয়েছে। আমি এখন ২৫ শতাংশের উপর বেঁচে রয়েছি।' 


আরও পড়ুন: পরিবারের শিকড় পাকিস্তানেই, নিজেকে 'পেশোয়ারি' বলে আক্রমণের মুখে সোনম


অভিনেতা আরও জানান, তিনি যক্ষ্মা ও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন। তবে যক্ষ্মার প্রতিকার রয়েছে। যখন শরীর খারাপ হতে শুরু করে, তখন তিনি জানতেনই না যে তাঁর শরীরে যক্ষ্মার জীবাণু রয়েছে। 


আরও পড়ুন: প্রকাশ্যে ধূমপান করা গেলে, সন্তানকে স্তন্যপান কেন নয়? মুখ খুললেন অভিনেত্রী


তিনি যে রোগে আক্রান্ত, যে কেউ যে কোনও মুহূর্তে একই সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরি বলেও প্রত্যেককে সতর্ক করেন অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত বেশ কয়েক বছর ধরেই পোলিও, হেপাটাইটিস বি, যক্ষ্মা ও ডায়াবিটিস সম্পর্কে সচেতনতামূলক প্রচারের যুক্ত বিগ বি।