নিজস্ব প্রতিবেদন : সোনাম কাপুরের বিয়েতে স্ত্রী সুনিতা কাপুরের সঙ্গে পায়ে পা মেলালেন অনিল কাপুর। নেচে উঠলেন মনের আনন্দে।

আরও পড়ুন : সোনামের ফোন, রাগ ভুলে অনিল কন্যার বিয়েতে হাজির হচ্ছেন ঐশ্বর্য

‘ভির দি ওয়েডিং’ অভিনেত্রী সোনামের মেহেন্দির অনুষ্ঠান শুরু হয় রবিবার। এরপর অনিল কাপুরের জুহুর বাংলোয় শুরু হয় উত্সব। আর সেখানেই সোনামকে যেমন নাচতে দেখা যায়, তেমনি মেয়ের মেহেন্দিতে নেচে ওঠেন অনিল কাপুরও। সেই সঙ্গে সুনিতা কাপুরকেও দেখা যায় তাঁর বন্ধুদের সঙ্গে কোমর দোলাতে।

দেখুন সেই ভিডিও...

 

 

এদিকে, সোনামের বিয়ে উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটা সারতে ডিজাইনার মনীষ মালহোত্রার ‘শপিং স্টোরে’ হাজির হন বনি কাপুরের তিন কন্যা। সেখানে অংশুলা কাপুর, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরকে একসঙ্গে দেখা যায়। অন্যদিকে, সোনামের বিয়েতে মায়ের সিনেমার গানেই জাহ্নবীকে নাচতে দেখা যাবে বলে শোনা যায়। কিন্তু, পরবর্তীকালে বিষয়টিকে নাকচ করে দেন জাহ্নবী।

English Title: 
Anil Kapoor and Sunita Kapoor’s dance in Sonam Kapoor’s Wedding
News Source: 
Home Title: 

মেয়ের মেহেন্দিতে অনিলের নাচ, দেখুন ভিডিও

মেয়ের মেহেন্দিতে অনিলের নাচ, দেখুন ভিডিও
Yes
Is Blog?: 
No