নিজস্ব প্রতিবেদন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ৩ মাস পার হয়ে গিয়েছে। সুশান্তের মৃত্যুর পর যখন বলিউডের সঙ্গে মাদক যোগ নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে, সেই সময় এবার প্রথম সামাজিক মাধ্যমে বেশ কিছুটা আক্রমণের মুখে পড়লেন অঙ্কিতা লোখন্ডে। 'ওম' লেখা পাজামা পরে নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়লেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : হিমাচলই মাদকের আঁতুড়ঘর, কঙ্গনা সে কথা জানেন কি! প্রশ্ন উর্মিলার


মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন অঙ্কিতা। যেখানে তাঁকে হলুদ রঙের পাজামা পরতে দেখা যায়। তবে ওই পাজামায় কেন 'ওম' লেখা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয় নেট জনতার একাংশের তরফে। ওম লেখা পাজামা পরে অঙ্কিতা মোটেই ঠিক কাজ করেননি বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, এসএসআর-এর মৃত্যুর পর যখন গোটা ইন্ডাস্ট্রি তোলপাড় হয়ে যাচ্ছে, সেই সময় অঙ্কিতা কেন এত খুশি হচ্ছেন! কেউ আবার বলতে শুরু করেন, যাঁর সঙ্গে আপনি এত বছর ছিলেন, তাঁর মৃত্যুর পর কীভাবে এত খুশি হতে পারছেন! যদিও নেট জনতার একাংশে মুখে পড়ে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি অঙ্কতা।


আরও পড়ুন : আদরে, আহ্লাদে ভরপুর হয়ে সাধ খেলেন পূজা বন্দ্যোপাধ্যায়, দেখুন ছবি



এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অঙ্কিতা লোখন্ডের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন রিয়া চক্রবর্তী, শিবানী দান্ডেকররা। সুশান্ত অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই দিতেন বলে দাবি করেন রিয়া। যদিও রিয়ার ওই দাবির পর নিজের ব্যাঙ্কের স্টেটমেন্ট প্রকাশ্য এনে,  সেই গুঞ্জনে ইতি টানেন অঙ্কিতা।


রিয়ার পর অঙ্কিতাকে আক্রমণ করেন শিবানী দান্ডেকর। যদিও অঙ্কিতাকে আক্রমণের পরপরই ফারহান আখতারের মডেল বান্ধবীকে পরপর নিশানা করা হয়। ফলে অঙ্কিতার সম্পর্কে যে টুইট করেন শিবানী, তা শেষ পর্যন্ত মুছে ফেলেন তিনি।