আদরে, আহ্লাদে ভরপুর হয়ে সাধ খেলেন পূজা বন্দ্যোপাধ্যায়, দেখুন ছবি

Sep 16, 2020, 16:21 PM IST
1/5

আংটি বদলের পর চুপিসাড়েই বিয়ে সেরে ফেলেছিলেন। লকডাউনের মধ্যেই দীর্ঘদিনের বন্ধু কুণাল ভর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পূজা। প্রিয় অভিনেত্রীর চুপিসাড়ে বিয়ের খবর পাওয়ার পর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কুণাল জানান, বিয়েটা সেরে ফেললেও, লকডাউন উঠলেই ধুমধাম করে হবে রিসেপশন

2/5

ধুমধাম করে রিসেপশনের কথা বললেও, কোভিড পরিস্থিতিতে তা সম্ভব হয়ে ওঠেনি পূজা বন্দ্যোপাধ্যায়, কুণাল ভর্মার পক্ষে ওইসব আয়োজন করার। এসবের মধ্যে আচমকাই প্রকাশ্যে আসে 'পাপ' অভিনেত্রীর নতুন ফটোশ্যুট।

3/5

পরিবারে নতুন অতিথি আসছে, তাই বেশ ঢাকঢোল পিটিয়েই অন্তঃসত্ত্বা অবস্থার ফটোশ্যুট করে ভক্তদের খুশির খবর জানান পূজা বন্দ্যোপাধ্যায়। পূজা বন্দ্যোপাধ্যায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন সেলেবরা। ভক্তরাও খুশি হয়ে যান 

4/5

অন্তঃসত্ত্বা হওয়ার পর এবার সাধ খেলেন পূজা। স্বামী কুণাল ভর্মার সঙ্গে চুটিয়ে মজা করা থেকে শুরু করে কাছের লোকেদের নিয়ে আনন্দে মেতে উঠতে দেখা যায় পূজাকে। হুলদ পোশাকের সঙ্গে 'মামি টু বি'-র ব্যান্ডে সেজে এক্কেবারে অন্যরকম লুকে সাধের অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় পূজাকে 

5/5

এসবের পাশাপাশি পরিবার এবং কাছের মানুষরা সাধের অনুষ্ঠানে তাঁকে যে ভালবাসা দিয়েছেন, তাতে আপ্লুত বলেও জানান পূজা। ফলে সাধের অনুষ্ঠানের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে প্রত্যেককে ধন্যবাদ জানান পূজা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত পূজার সাধের অনুষ্ঠানে এক অভিনব কেক তাঁকে উপহার দেওয়া হয়।