''অনেক হয়েছে!!!'' 'বলিউড'কে বিদায় 'আর্টিকল ফিফটিন' খ্যাত পরিচালক অনুভব সিনহার

 এসবের মাঝেই অভিমানী সুর পরিচালক অনুভব সিনহা-র গলায়।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 22, 2020, 06:30 PM IST
''অনেক হয়েছে!!!'' 'বলিউড'কে বিদায় 'আর্টিকল ফিফটিন' খ্যাত পরিচালক অনুভব সিনহার

নিজস্ব প্রতিবেদন :  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর 'স্বজনপোষণ', 'দলবাজি' সহ নানান বিতর্কে সরগরম বলিউড। একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ, বঞ্চনার গল্প যেন বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে। একটা মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অনেক কিছুই। যা হয়ত এতদিন ছাইচাপা আগুন হয়েছিল। এসবের মাঝেই অভিমানী সুর পরিচালক অনুভব সিনহা-র গলায়।

'আর্টিকল ফিফটিন ', 'থাপ্পড়',  'মুলক'-এর মতো ছবি বানিয়েছেন। সেই পরিচালকই কিনা বলিউড থেকে ইস্তফার কথা বললেন! প্রতিবাদী পরিচালক নিজের টুইটার অ্যাকাউন্টের নামের পাশে Not Bollywood লিখে রেখেছন। টুইটে লিখেছেন, ''অনেক হয়েছে, আমি এবার বলিউড থেকে ইস্তফা দিলাম। এর অর্থ যাই হোক না কেন...'' 

আরও পড়ুন-সিঙ্গাপুরের রাস্তায় সাইকেল চালাতে গিয়ে বিপত্তি, কব্জিতে চোট পেলেন ঋতুপর্ণা

অনুভব সিনহার মতো পরিচালকের বলিউড ছাড়ার কথা বলায় সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।  অনুভব সিনহার টুইটের উত্তরে পরিচালক সুধীর মিশ্রা লিখেছেন, ''বলিউড আবার কী? সত্যজিত্‍ রায়, রাজ কাপুর, গুরু দত্ত, ঋত্বিক ঘটক, বিমল রায়, মৃণাল সেন, ঋষিকেশ মুখোপাধ্যায়, কে আসিফ, বিজয় আনন্দ, জাভেদ আখতার, তপন সিনহা, গুলজার, শেখর কাপুর, কেতন মেহতা, অরবিন্দনের মতো পরিচালকরা আমার সিনেমা বানানোর অনুপ্রেরণা হয়ে থেকেছেন সিনেমার সঙ্গে সঙ্গে জুড়ে রেখেছেন। আমার কাছে এটা জগৎ। আর এখানেই আমি চিরকাল বাস করব।''

পালটা উত্তর দিয়েছেন অনুভবও। বললেন, ''কেন যে এলাম এখানে জানি না। আমি তো শুধু সিনেমা বানাতেই এসেছিলাম জানি না। এখন কারণ খুঁজছি…।'' পরে আবার অবশ্য অনুভব সিনহা লিখেছেন, দুজন বলিউডের বাইরে গিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ছবি বানাবেন।

হনসল মেহেতা অনুভবের টুইটের উত্তরে লিখেছেন, ''কবে ছেড়ে দিয়েছি। যদিও বলিউডের অস্তিত্ব ছিল না।''

পাল্টা উত্তরে অনুভব লিখেছেন, ''চলো আরও একজনকে পেয়েছি। সবাই শুনে নিন, যখন বলিউডের কথা বলবেন, তখন যেন আমাদের নাম না আসে।''

এদিকে অনুভব সিনহার মতো পরিচালকের বলিউড ছাড়ার কথায়, হতাশ সিনেমাপ্রেমীরা। তাঁদের কেউ লিখছেন, আপনি বলিউড ছাড়লে, 'আর্টিকেল ফিফটিন ', 'থাপ্পড়', এর মতো ছবি কে বানাবে?

আরও পড়ুন-''আমাকে আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া'' বিস্ফোরক চেতন ভগত

.