Madan-Srabanti: ফের একমঞ্চে মদন মিত্র ও শ্রাবন্তী, প্রকাশ্যে অরিন্দম শীলের হিন্দি মিউজিক ভিডিও

অরিন্দম শীলের প্রথম হিন্দি মিউজিক ভিডিও

Updated By: Nov 16, 2021, 08:04 PM IST
Madan-Srabanti: ফের একমঞ্চে মদন মিত্র ও শ্রাবন্তী, প্রকাশ্যে অরিন্দম শীলের হিন্দি মিউজিক ভিডিও

নিজস্ব প্রতিবেদন: সিনেমা হোক বা মিউজিক ভিডিও সবেতেই যে পারদর্শী তা আগেই প্রমাণ করেছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। আপাতত তীরন্দাজ শবরের শুটিংয়ে ব্যস্ত তিনি। এরই মাঝে প্রকাশ্যে আনলেন তাঁর আগামী হিন্দি মিউজিক ভিডিও 'ম্যায় হীর ভে'। এর আগে মুক্তি পেয়েছিল তাঁর মিউজিক ভিডিও গেন্দা ফুল যা পছন্দ করেছিল দর্শকেরা। ফের একবার মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। সম্প্রতি এই ভিডিওর আনুষ্ঠানিক লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, সংগীত শিল্পী শুভ্রা পাল। সমস্ত বিতর্ক পেরিয়ে এদিন অতিথি হিসাবে একমঞ্চে উপস্থিত ছিলেন মদন মিত্র (Madan Mitra), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (srabanti Chatterjee)। এছাড়াও ছিলেন সুরকার জয় সরকার (Joy Sarkar)।  ভিডিওটি লঞ্চ করেন প্রখ্যাত সংগীতশিল্পী অনুপ জলোটা (Anup Jalota)। 

শুভ্রা পালের গাওয়া এই গান আসলে প্রেম ও সুরের মেলবন্ধনের উদযাপন। গানটি সম্পর্কে অরিন্দম শীল জানান, 'শুভ্রার গানে আমি কিছুটা চমকেই যাই। ওঁর গানের গলা খুবই সুন্দর। গলা শুনেই বোঝা যায় যে নিয়মিত গানের রেওয়াজ করে সে। আমরা এই ভিডিও তৈরির করতে অনেক পরিশ্রম করেছি। এটা আমার কাছে খুবই স্পেশাল কারণ এটা আমার প্রথম হিন্দি মিউজিক ভিডিও। পুরো টিমই খুব পরিশ্রম করেছে। এই মিউজিক ভিডিও নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। আশা করি শ্রোতাদের এই গান ও ভিডিও ভালো লাগবে।'

আরও পড়ুন: Kumar Sanu-র নতুন বাংলা গান, প্রেমের গানে ফের শানু ম্যাজিক

সংগীতশিল্পী শুভ্রা পাল বলেন, 'এই টিমের সঙ্গে কাজ করে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। চিত্রনাট্য খুবই সুন্দর ছিল। শুটিং ফ্লোরে যাওয়ার আগে আমার লক্ষ্য ছিল যাতে চিত্রনাট্যের প্রতি আমি ন্যায় করেত পারি। আশা করি সবার ভালো লাগবে।'

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)