আর্টিস্ট ফোরামের সভাপতি পদে Ranjit Mallick, Prosenjit এর দায়িত্ব এবার সামলাবেন Jeet
আর্টিস্ট ফোরাম কমিটিতে নতুন সংযোজন অঙ্কুশ
নিজস্ব প্রতিবেদন: আর্টিস্ট ফোরামের (West Bengal Motion Picture Artists' Forum) নতুন রূপ। নতুন সভাপতি নির্বাচিত হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। এর আগে এই পদে ছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই স্থানে এবার রঞ্জিত মল্লিক। ফোরাম কমিটিতে নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নাম। তাঁর পদ অর্থাৎ কার্যনির্বাহী সভাপতি হলেন জিত। জি ২৪ ঘণ্টার তরফে রঞ্জিত মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন -‘নতুন করে বলার কিছু নেই। দীর্ঘদিন এই ফোরামের সঙ্গে যুক্ত আছি। যা হবে ভালই হবে আশা করি।’
আরও পড়ুন: করোনা আক্রান্ত সস্ত্রীক Arijit Singh, ‘দ্রুত সুস্থ হয়ে যাবেন’ শুভেচ্ছা অনুরাগীদের
এতদিন যে দায়িত্ব প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় সামলেছেন এবার সেই দায়িত্বে এসেছেন জিৎ (Jeet)। এছাড়াও যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরাও। তাঁর মতে ‘নতুন চ্যালেঞ্জ নিতে সবসময় ভাল লাগে। আমি সিনেমা এবং ক্রিয়েটিভ বিষয়গুলোই বুঝি তাই আশা করি আমার একশো শতাংশ দিয়ে কাজ করতে পারব।আমার সিনিয়র যাঁরা রয়েছেন তাঁদের অভিজ্ঞতা অনেক বেশী, তাঁরাও আমায় সাহায্য করবেন আশা রাখি। নতুন এই পদে আমায় দেখে ঐন্দ্রিলাও খুশি।’
যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন শিল্পীরা, একটি শক্তপোক্ত কমিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, মত মেম্বরদের। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে-
সভাপতি-রঞ্জিত মল্লিক
কার্যনির্বাহী সভাপতি-জিৎ
সহ সভাপতি-সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখার্জি, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য, ভরত কল
সাধারণ সম্পাদক-শান্তিলাল মুখোপাধ্যায়
যুগ্ম সম্পাদক-দীগন্ত বাগচি, অঙ্কুশ হাজরা
সহকারী সম্পাদক- কুশল চক্রবর্তী, শুভাশিস মিত্র
কোষাধ্যক্ষ- তাপস চক্রবর্তী
সহকারী কোষাধ্যক্ষ-সোহন চট্টোপাধ্যায়
কার্যনির্বাহী পরিষদ- পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পায়েল দে, শুভ্রজিৎ দত্ত, অনিন্দ্য চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী।
‘করোনা আবহে প্রচুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আর্টিস্ট ফোরামকে। কমিটির মধ্যে যাতে একতা বজায় থাকে সে বিষয়ে জোর দেওয়া হয়েছে’, মত কমিটির সহ সভাপতি ভরত কলের। অন্যদিকে কমিটির যুগ্ম সম্পাদক দীগন্ত বাগচির মত ‘সবাই মিলে ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করা লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অতিমারির সময় যাতে কেউ কাজ না হারায়, সেটাই অন্যতম লক্ষ্য থাকবে আর্টিস্ট ফোরামের।’
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)