ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারপেজে জায়গা করে নিল অ্যাশ-রণবীর জুটি
বচ্চন পরিবারের রক্ষণশীলতাকে ভেঙে সাহসী অ্যাশ। বচ্চনরা যখন রণবীর-ঐশ্বর্যার তাক লাগানো কেমিস্ট্রি নিয়ে মুখ খুলতেই চাইছে না। গোটা দেশে যখন অ্যায় দিল হ্যায় মুশকিলের বুল্লেয়া গানটি ভাইরাল হয়ে গেছে। ঠিক তখনই ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারপেজে জায়গা করে নিল অ্যাশ-রণবীর জুটি। করণ জোহরের ছবিতে রণবীরের বিপরীতে ঐশ্বর্যা রাই বচ্চনকে বেমানান লাগবে কি না, উঠেছিল জোর গুঞ্জন। শুটিংয়ের সময় থেকে সবদিকেই দানা বাঁধছিল বিতর্ক।এরপর রণবীর ঐশ্বর্যার অন্তরঙ্গ দৃশ্যেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বচ্চন পরিবার। একে এপরের শরীর থেকে চকোলেট চেটে খাওয়ার দৃশ্যে আপত্তি জানিয়েছিলেন তাঁরা। ফলে বচ্চন বহুকে বেশ ঝক্কিই পোহাতে হয়।
![ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারপেজে জায়গা করে নিল অ্যাশ-রণবীর জুটি ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারপেজে জায়গা করে নিল অ্যাশ-রণবীর জুটি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/18/68282-filmfare18-10-16.jpg)
ওয়েব ডেস্ক: বচ্চন পরিবারের রক্ষণশীলতাকে ভেঙে সাহসী অ্যাশ। বচ্চনরা যখন রণবীর-ঐশ্বর্যার তাক লাগানো কেমিস্ট্রি নিয়ে মুখ খুলতেই চাইছে না। গোটা দেশে যখন অ্যায় দিল হ্যায় মুশকিলের বুল্লেয়া গানটি ভাইরাল হয়ে গেছে। ঠিক তখনই ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারপেজে জায়গা করে নিল অ্যাশ-রণবীর জুটি। করণ জোহরের ছবিতে রণবীরের বিপরীতে ঐশ্বর্যা রাই বচ্চনকে বেমানান লাগবে কি না, উঠেছিল জোর গুঞ্জন। শুটিংয়ের সময় থেকে সবদিকেই দানা বাঁধছিল বিতর্ক।এরপর রণবীর ঐশ্বর্যার অন্তরঙ্গ দৃশ্যেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বচ্চন পরিবার। একে এপরের শরীর থেকে চকোলেট চেটে খাওয়ার দৃশ্যে আপত্তি জানিয়েছিলেন তাঁরা। ফলে বচ্চন বহুকে বেশ ঝক্কিই পোহাতে হয়।
আরও পড়ুন বাস ভাড়া করা হোক এই পদ্ধতিতে, তাতে লাভ হবে সকলের
তবে তাতে এবার জল ঢেলে দিলেন বিশ্বসুন্দরী। ম্যাগাজিনের কভারের জন্য ফোটোশুট করেছেন তারা। এই গুডলুকিং কপলকে দেখে চোখ সরানোর জো নেই। মা হওয়ার পরে জজবা কিংবা সরবজিতে দর্শক বঞ্চিত হয়েছিল রাই সুন্দরীর গ্ল্যামারাস লুক থেকে। যা খানিকটা পাওয়া গিয়েছিল অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির ট্রেলারে ও গানে। রণবীর-ঐশ্বর্যার অনস্ক্রিন রসায়ন কিস্তিমাত করেছিল। তবে ফ্যানেরা সবটা পুষিয়ে নিলেন এই ফোটোশুট থেকেই। ছবি নিয়ে বির্তকের জেরে যখন টেনসনে করণ জোহর, তখন এই কভারশুট ছবিকে আবারও দাঁড় করাল প্রচারের লাইম লাইটের তলায় ।
আরও পড়ুন জানেন আমাদের কোটি টুইটে সবথেকে বেশি কোন খাবারের নাম থাকে?