ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারপেজে জায়গা করে নিল অ্যাশ-রণবীর জুটি
বচ্চন পরিবারের রক্ষণশীলতাকে ভেঙে সাহসী অ্যাশ। বচ্চনরা যখন রণবীর-ঐশ্বর্যার তাক লাগানো কেমিস্ট্রি নিয়ে মুখ খুলতেই চাইছে না। গোটা দেশে যখন অ্যায় দিল হ্যায় মুশকিলের বুল্লেয়া গানটি ভাইরাল হয়ে গেছে। ঠিক তখনই ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারপেজে জায়গা করে নিল অ্যাশ-রণবীর জুটি। করণ জোহরের ছবিতে রণবীরের বিপরীতে ঐশ্বর্যা রাই বচ্চনকে বেমানান লাগবে কি না, উঠেছিল জোর গুঞ্জন। শুটিংয়ের সময় থেকে সবদিকেই দানা বাঁধছিল বিতর্ক।এরপর রণবীর ঐশ্বর্যার অন্তরঙ্গ দৃশ্যেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বচ্চন পরিবার। একে এপরের শরীর থেকে চকোলেট চেটে খাওয়ার দৃশ্যে আপত্তি জানিয়েছিলেন তাঁরা। ফলে বচ্চন বহুকে বেশ ঝক্কিই পোহাতে হয়।
Updated By: Oct 18, 2016, 04:05 PM IST
