Met Gala 2023: জমজমাট মেট গালা ২০২৩ মঞ্চ! আলিয়ার অভিষেক, নজরে প্রিয়াঙ্কা-নিক জুটি
Met Gala 2023: সুসজ্জিত মেট গালা ইভেন্টে উপস্থিত প্রিয়াঙ্কা-নিক জুটি, আলিয়া ভাট। নিউইয়র্কের এই 'মেট গালা' ইভেন্ট গ্ল্যামার ও ফ্যাশনের জাঁকজমকপূর্ণ রাত নামে পরিচিত। তারকা জুটির সাজে মুগ্ধ অনুরাগীরা।
![Met Gala 2023: জমজমাট মেট গালা ২০২৩ মঞ্চ! আলিয়ার অভিষেক, নজরে প্রিয়াঙ্কা-নিক জুটি Met Gala 2023: জমজমাট মেট গালা ২০২৩ মঞ্চ! আলিয়ার অভিষেক, নজরে প্রিয়াঙ্কা-নিক জুটি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/02/418822-sfsgsgse.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি 'মেট গালার' মঞ্চে জাঁকজমক সন্ধ্যায় মাতলেন হলিউড,বলিউডের তারকারা। এ বছরের মেট গালার থিম ছিল জনপ্রিয় ফ্যাশন আইকন 'কার্ল ল্যাগারফিল্ড' এর প্রতি শ্রদ্ধার্ঘ্য। 'কার্ল ল্যাগারফিল্ড: আ লাইন অফ বিউটি'। থিমের সাজে মেট গালার মঞ্চে নজর কাড়লেন তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এর আগে বহুবার শিরোনামে এসেছে এই জুটি। আর এবার ফের কালো পোশাকে নজরকাড়া প্রিয়াঙ্কা-নিকের দ্যুতিতে মেতেছেন অনুরাগীরা। মেট গালার মঞ্চে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরনে ছিল কালো ভ্যালেনন্টিনো গাউনের সাথে ১১.৬ ক্যারটের হিরের নেকলেস। এই গাউনের সাথে সামঞ্জস্য রেখে তিনি পরেছিলেন এমব্রয়ডারি স্লিভসের ফ্লোর লেন্থ জ্যাকেট। তাঁর হেয়ার স্টাইলও ছিল পোষাকের সঙ্গে মানানসই।
পাশাপাশি নিক জোনাসের পরনে ছিল সাদা শার্ট,কালো ব্লেজারের সঙ্গে মানানসই কালো টাই। নেটিজেনদের কথায়, বিগত বছরের মেট গালার চাইতে এ বছরে যেন অনেক বেশি 'ক্লাসিক' দেখাচ্ছে তারকা দম্পতিকে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে জুটির সাজ। তারকা জুটির সাজ নিয়ে মন্তব্য করেছেন অনুরাগীরা। অন্যদিকে, নিজের লুক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী তাঁর ১১.৬ ক্যারটের হিরের নেকলেসের প্রসঙ্গ তোলেন। হাসিঠাট্টায় মনকাড়া জবাব দেন তারকা জুটি।
প্রসঙ্গত, প্রতিবছরই এই 'মেট গালা' ইভেন্টে উপস্থিত থাকেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সাথে তাঁর তারকা স্বামী নিক জোনাস। এ বছরে 'মেট গালা' ইভেন্টে জুটির ছবি সমাজমাধ্যমে পোস্টের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ইতিমধ্যে প্রিয়াঙ্কা-নিক জুটির সাজ নিয়ে আলোচনা জুড়েছেন তাঁরা। প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি 'মেট গালার' মঞ্চে নজর কাড়লেন অভিনেত্রী আলিয়া ভাট। এই মঞ্চে এ বছর প্রথম অভিষেক হল তাঁর। ডিজাইনার প্রবাল গুরুংয়ের স্টাইলিংয়ে সাদা গাউনে সেজেছিলেন আলিয়া। আলিয়ার কানে শোভা পেয়েছে মুক্তোর দুল,হাতে আংটি। নেটিজেনদের কথায়, 'মেট গালার' লাল কার্পেটে হেঁটে আসা আলিয়া যেন মুক্তোর মতোই শুভ্র, উজ্জ্বল।
আরও পড়ুন: Satyajit Ray Birth Anniversary: 'ওঁর ছবি না দেখা মানে এ-পৃথিবীতে বাস করেও কখনও সূর্য না দেখা'!
নিউইয়র্কের এই 'মেট গালা' ইভেন্ট গ্ল্যামার ও ফ্যাশনের জাঁকজমকপূর্ণ রাত নামে পরিচিত। প্রত্যেক বছর এই ইভেন্টে উপস্থিত হন তারকারা। এ বছরেও স্বমহিমায় ফিরল এই ইভেন্ট। লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে যাওয়া তারকাদের উজ্জ্বলতায় ভাসলো নিউইয়র্ক সিটি।