জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় হতে চলেছে এক অভিনব অনুষ্ঠান। টলিউড ইন্ডাস্ট্রিতে জাতীয় পুরষ্কার প্রাপ্ত বিজয়ীদের নিয়ে এক মিলন সভা। যার নাম 'বাংলার জাতীয় গৌরব'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুষ্ঠানের থিম সিনেমার ক্ষেত্রে আজ অবধি বাংলা থেকে জাতীয় পুরস্কার বিজয়ীদের পুরস্কৃত করা। ভারত চলচ্চিত্র শিল্পে প্রথম এই ধরণের কোনও ধারণা তৈরি করা হয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায়, রাম কমল মুখোপাধ্যায়, চুর্নি গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীর মতো জাতীয় পুরস্কার বিজয়ীরা থাকবেন তালিকায়। 



আরও পড়ুন: Poonam Pandey: গ্রেফতারির মুখে পুনম পান্ডে? মুম্বই পুলিসের কাছে FIR-এর দাবি সিনে ওয়ার্কারসের...


আগামী ২৬ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার বুকে। এর আগে সমস্ত জাতীয় পুরষ্কার বিজয়ীদের কোনও সংস্থা বা কোনও রাজ্য সরকার কখনও সংবর্ধিত করেনি। 


রাম কমল মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, 'প্রতিভা স্বীকৃতি এটি একটি অনন্য প্রচেষ্টা। ভারতীয় হিসাবে আমরা আমাদের কাজের জন্য জাতীয় পুরষ্কার পেয়ে আপ্লুত, কিন্তু যখন এই পুরষ্কারের স্বীকৃতি নিজের রাজ্য থেকে আসে, তার একটা আলাদা নস্টালজিয়া আছে। এই ধরনের উদ্যোগ রাজ্যের প্রতিভাকে জাতীয় স্তরে আরও ভালো পারফর্ম করতে উৎসাহিত করবে।'


জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রূ রূপা গঙ্গোপাধ্যায় জানান, 'জাতীয় পুরষ্কার পেয়ে যখন রাজ্যের মাটিতে ফেরার পর তাঁকে আলাদা করে সম্মান দেওয়া উচিত। তাঁদের সবাইকে এক ছাদের তলায় আনাটা সত্যিই খুব ভালো সিদ্ধান্ত।'


অভিনেত্রী আরও বলেন, 'আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি ন্যাশানাল অ্যাওয়ার্ড পেয়েছি। তবে এত বছর আগের একটা ঘটনা যে তোমরা মনে রেখেছ, সেটা ভেবেই ভালো লাগছে।'


আরও পড়ুন: Jaya Ahsan: ইরানে জয়ার ‘ফেরেশতে’, তেহরানের ঐতিহ্যে মুগ্ধ অভিনেত্রী


এই অনুষ্ঠানের উদ্যোক্তা সঙ্গীতা সিনহা বলেন, 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"- কবিগুরুর লেখা এই গান প্রত্যেকটি বাঙালির নিজের মনের কথা। বাংলা আসলে আমাদের বড় অভিমানের জায়গা। কত প্রবাসী বাঙালি যারা বাইরের দেশে থাকেন, কিন্তু নিজেদের মধ্যে কোথাও ঠিক বাঁচিয়ে রেখেছেন একটা বাংলাকে। এমনই মায়া এই বাংলার মাটির। আর আমাদের এই প্রিয় বাংলাকে যারা শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের মাঝে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তাদের আমরা কুর্নিশ জানাই। সেইসব মানুষ যারা নিজেদের প্রতিভা এবং নিরলস পরিশ্রমের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে নক্ষত্রের মতন উজ্জল করে তুলেছেন সারা পৃথিবীর আকাশে, তারা প্রত্যেকটি বাঙালির গর্ব। তারা আমাদের জাতীয় গর্ব। বাঙালি হিসাবে আমরা যেন তাদের এই অবদানের প্রাপ্য সম্মান তাদের দিতে পারি। প্রত্যেকটি বাঙালির মনে যেন তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকে এই আমাদের উদ্দেশ্য।'




(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)