কনসেপ্ট চুরির অভিযোগ, আইনি সংঘাতে 'বালা' ও 'উজড়া চমন'

 স্বাভাবিকভাবেই আইনি চাপান-উতোর শুরু হল 'বালা' ও 'উড়জা চমন'-এর নির্মাতাদের মধ্যে।

Updated By: Oct 12, 2019, 07:50 PM IST
কনসেপ্ট চুরির অভিযোগ, আইনি সংঘাতে 'বালা' ও 'উজড়া চমন'

নিজস্ব প্রতিবেদন : দুটি ছবির বিষয় একই। এমন কি পোস্টারও প্রায় একই বলা চলে। শুধু তাই নয়, দুটি সিনেমাই মুক্তি পেতে চলেছে প্রায় একই সময়ে। আর এই নিয়েই চাপান-উতোর শুরু হল 'বালা' ও 'উজড়া চমন'-এর নির্মাতাদের মধ্যে। আইনি সংঘাতে নেমেছেন দুই ছবির নির্মাতারা।

এদিকে ইতিমধ্যেই বালার নির্মাতাদের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের ও কনসেপ্ট চুরির অভিযোগে আইনি লড়াইয়ে নেমেছেন উজড়া চমনের নির্মাতারা। আর তা নিয়েই আপাতত দুই ছবি নির্মাতাদের মধ্যে তরজা শুরু হয়েছে।

আরও পড়ুন-রাজ-শুভশ্রীর মাসাইমারা জঙ্গল সাফারি, দেখুন সমস্ত ছবি ও ভিডিয়ো

.