Sourav Ganguly Biopic: রণবীর নন, বায়োপিকের 'সৌরভ' আয়ুষ্মান!
প্রায় ১৫০ কোটি টাকার বাজেট। সেই বাজেট পরে বাড়তেও পারে। সৌরভের বায়োপিক নিয়ে কানাঘুষো চলছে গত ৩ বছর ধরে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধোনি, সচিনের পর এবার সৌরভকে নিয়ে বায়োপিক। সৌরভের ভূমিকায় বড়পর্দায় আয়ুষ্মান খুরানা! দাদার ক্রিকেট কেরিয়ার বড়পর্দায় তুলে ধরবেন নাকি আয়ুষ্মান খুরানা-ই। জল্পনায় হৃতিক, রণবীরের নাম উঠে এলেও আয়ুষ্মান-ই এগিয়ে। চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। এমনটাই জানা যাচ্ছে। লাভ ফিল্মসের প্রযোজনায় তৈরি হবে সৌরভের বায়োপিক। চিত্রনাট্য লেখার কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছিল। চিত্রনাট্য লেখা হয়ে শেষ হলেই চলতি বছর নভেম্বর-ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি থেকেই শুরু হতে পারে শুটিং।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ১৫০ কোটি টাকার বাজেট। সেই বাজেট পরে বাড়তেও পারে। তবে সৌরভের নাম-ভূমিকায় বলিউডের কোন রথীকে দেখা যাবে, সেই নিয়ে জল্পনা প্রথম থেকেই। প্রসঙ্গত, সৌরভের বায়োপিক নিয়ে কয়েক মাস আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মহারাজ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, "সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাঁদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে।" ডোনা আরও বলেছিলেন যে, "আমার ফেবারিট তো অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ২৪ বছরের সৌরভকে সিনেমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সিনেমায় সৌরভের 'লুকস'-ও বদলে যাবে। তাই সেটা মেনেই নায়ককে বেছে নেওয়া হবে।"
সূত্রের খবর, সৌরভ নিজে তাঁর এই বায়োপিকের চিত্রনাট্য লিখছেন না। তিনি তাঁর ক্রিকেট কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ও অজানা বিষয়কে গল্পের আকারে বলে গিয়েছেন। প্রোডাকশন হাউসের লোকজন তাঁর সেই বক্তব্য ক্যামেরায় রেকর্ড করে রেখেছেন। তা শুনেই শুরু হয়েছে চিত্রনাট্য লেখার কাজ। আর পুরো বিষয়টাকে এক ছাতার তলায় নিয়ে আসা যে মোটেই সহজসাধ্য নয়। বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তা উল্লেখ করেছিলেন ডোনা নিজেই। আর সেইজন্য সবাইকে অপেক্ষা করতে অনুরোধ করেন তিনি। শোনা যাচ্ছে, ময়দানে গিয়ে ক্রিকেট পাঠ থেকে শুরু হতে পারে সিনেমা। তারপর যেমন আসবে বাংলা ও ভারতীয় দলে সুযোগ পাওয়া, তেমনই চ্যাপেল জমানায় দল থেকে বাদ পড়াও। অবসর শেষে বিসিসিআই সভাপতি হওয়ার দিকটিও থাকতে পারে সিনেমায়। অর্থাৎ বেশ লম্বা ক্যানভাসে ধরা হবে মহারাজের মহারাজকীয় কেরিয়ার ও জীবনকে।
প্রসঙ্গত, সৌরভের বায়োপিক নিয়ে কানাঘুষো চলছে গত ৩ বছর ধরে। ২০২০ সাল থেকেই সৌরভের বায়োপিক নিয়ে জল্পনা শুরু। তখন বিসিসিআই সভাপতি সৌরভ। রাখঢাক না রেখে সৌরভ বলেছিলেন, নিজের চরিত্রে তিনি বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশনকে দেখতে চান। তখন থেকেই বায়োপিক জল্পনার শুরু। শেষে তাঁর বায়োপিকে খবরে ২০২১ -এ শিলমোহর দেন সৌরভ নিজে। ট্যুইট করে বায়োপিকের খবর নিশ্চিত করেন মহারাজ। সৌরভ লেখেন, "ক্রিকেট আমার জীবন, এখান থেকে আমি আত্মবিশ্বাস পেয়েছি। মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার ক্ষমতা পেয়েছি। এই যাত্রাটা আনন্দ করার। লাভ ফিল্মস আমার জীবনযাত্রা নিয়ে বায়োপিক তৈরি করছে। বড় পর্দায় আমার আমার ক্রিকেট ব্যাট-বলের গল্প ফুটে উঠবে। আমি রোমাঞ্চিত।"
Cricket has been my life, it gave confidence and ability to walk forward with my head held high, a journey to be cherished.
Thrilled that Luv Films will produce a biopic on my journey and bring it to life for the big screen @LuvFilms @luv_ranjan @gargankur @DasSanjay1812— Sourav Ganguly (@SGanguly99) September 9, 2021
আরও পড়ুন, Sharmila Tagore: একযুগেরও বেশি সময় পার, ফের বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর