ওয়েব ডেস্ক :  কী বলবেন একে? গণ হিস্টিরিয়া? পাগলামি? উইক ডেজে ভোর চারটেয় প্রথম শো! রাত জেগে মাল্টিপ্লেক্সের সামনে অপেক্ষায় আট থেকে আশি। কাটাপ্পা কেন বাহুবলীকে মারল? উত্তরটা জানতে হবে যত দ্রুত সম্ভব। ছবি রিলিজের প্রথম দিনই দেশজুড়ে মাল্টিপ্লেক্সের দরজায় আছড়ে পড়ল ভিড়। প্রথম দিনই বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেল ৩০ কোটি টাকা। গণ-উন্মাদনায় বলিউডকে টেক্কা দিয়ে মেন স্ট্রিম ইন্ডিয়ান ফিল্মে দাদাগিরি দেখাল আঞ্চলিক ছবি।  

বাহুবলী পাগল জনতাকে সামলাতে হায়দরাবাদে চলল পুলিসের লাঠি। দক্ষিণী শহরগুলি তো বটেই। বাকি দেশও ঘোর  প্রভাস জ্বরে আক্রান্ত। দিল্লিতে একটা টিকিটের দাম আড়াই হাজার টাকা! কলকাতাতেও আটশো-হাজারের টিকিট শো শুরুর আগেই শেষ। তাতে কী! যার হাতে বাহুবলীর টিকিট তার পায়ের নিচে গোটা দুনিয়া!

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে পার্ট-ওয়ানের সাফল্য দেখে পার্ট টু করার ভাবনা। আটটি ভাষায় ডাবিং। দেশের ৬৫০০ স্ক্রিনে ছবি রিলিজ। ১০ লক্ষ অ্যাডভান্স বুকিং। গণ-উন্মাদনায় খুশ করণ জোহর তাঁর টুইটারে লিখে দিয়েছেন, "সমকালে এস এস রাজামৌলিই শ্রেষ্ঠ পরিচালক। এমন একজন জিনিয়াসের সঙ্গে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।"

বাহুবলীর স্পেশাল এফেক্টে দর্শক মুগ্ধ। প্রভাসে ফিদা মুভি বাফরা। এই ছবি রিলিজের আগে প্রভাস ছিলেন নেহাতই দক্ষিণী ছবির একজন নায়ক। পার্ট-টু-র জন্য দু-বছর ধরে নিজেকে তৈরি করেছেন তিনি। কঠিন শরীরচর্চা তো ছিলই। ফোকাস যাতে নড়ে না যায় সেজন্য দু-বছর অন্য ছবিতে সই করেননি তিনি। পিছিয়ে দেন বিয়েও। বাহুবলীর ব্যবসা যদি সত্যিই হাজার কোটি ছাড়িয়ে যায়, তা হলে শাহরুখ-আমির-সলমনকে ছাপিয়ে দেশের এক নম্বর হিরোর তকমা পাবেন প্রভাস। সিলভার স্ক্রিনে সম্পন্ন হবে দাক্ষিণাত্যের আর্যাবর্ত বিজয়।

আরও পড়ুন, প্রথম দিনেই 'ধাক্কা', তামিলনাড়ুতে এখনও রিলিজ হল না বাহুবলী টু

English Title: 
Bahubali 2 first day box office collection
News Source: 
Home Title: 

প্রথম দিনেই বাহুবলীর বক্স অফিস কালেকশনে রেকর্ড ব্রেক!

প্রথম দিনেই বাহুবলীর বক্স অফিস কালেকশনে রেকর্ড ব্রেক!
Yes
Is Blog?: 
No