উত্তর প্রদেশে করমুক্ত বজরঙ্গি ভাইজান
বজরঙ্গি ভাইজান করমুক্ত ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার। সোমবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন বজরঙ্গি ভাইজানের পরিচালক কবীর খানর বৈঠকের পর বজরঙ্গি ভাইজান করমুক্ত ঘোষণা করে অখিলেশ যাদব সরকার।
![উত্তর প্রদেশে করমুক্ত বজরঙ্গি ভাইজান উত্তর প্রদেশে করমুক্ত বজরঙ্গি ভাইজান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/21/40387-bhaijaantax.jpg)
ওয়েব ডেস্ক: বজরঙ্গি ভাইজান করমুক্ত ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার। সোমবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন বজরঙ্গি ভাইজানের পরিচালক কবীর খানর বৈঠকের পর বজরঙ্গি ভাইজান করমুক্ত ঘোষণা করে অখিলেশ যাদব সরকার।
অখিলেশ জানান, উত্তর প্রদেশে ছবির শুটিং উত্সাহ দেওয়ার জন্যই বজরঙ্গি ভাইজান করমুক্ত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, "উত্তর প্রদেশের ছবি নীতি গত ৩ বছরে প্রচুর প্রযোজককে উত্সাহ দিয়েছে। প্রচুর ছবির শুটিংয়ের প্রস্তাব গ্রহণ করেছি আমরা।"
ইন্দো-পাক সীমান্তে পথ ভুলে ভারতে এসে পড়ে এক ছোট্ট পাকিস্তানি মেয়ে। তাকে ঘরে ফিরিয়ে দেওয়ার কাহিনিই বজরঙ্গি ভাইজান। নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফকে ছবি দেখতে আমন্ত্রণ জানিয়েছেন সলমন খান।