নিজস্ব প্রতিবেদন : ওরলিতে ১৫ লাখি বাড়িতে থাকতে শুরু করেছেন বিরাট-অনুষ্কা। আরব সাগরের কিনারায় নিজেদের স্বপ্নের ঠিকানা তৈরির কাজ এখনও শেষ হয়নি। সেই কারণেই অপাতত ১৫ লক্ষ টাকা গাঁটের কড়ি খসিয়ে নতুন ভাড়া বাড়িতে থাকছেন বিরুষ্কা। আর সেই বাড়িতে যাওয়ার পর পরই নতুন ছবি শেয়ার করেন বিরাটরা। যেখানে বিরাটের গালে আদরের ছোঁয়া দিতে দেখা যায় অনুষ্কাকে। বিরাট-অনুষ্কার সেই ছবি প্রকাশিত হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায়। কিন্তু, বিরুষ্কার ওই ছবি দেখার পর এবার কি হল জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : আলিয়াকে 'বউমা' করতে এ কী করলেন রণবীরের মা নিতু?


সম্প্রতি বিগ বস ১১-এর ‘লাভবার্ডস’ পুনিশ-বন্দগি এবং ছবি শেয়ার করেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। আর সেখানে বিরুষ্কার মতই পোজ দিতে দেখা যায় পুনিশ-বন্দগিকে। বিগ বস-এর ওই প্রতিযোগীদের ছবি প্রকাশ হতেই জল্পনা ছড়ায়।


 



আরও পড়ুন : বিলাসবহুল বাড়ি তৈরিতে বিরুষ্কাকে টক্কর কঙ্গনার, দেখুন


পুনিশ-বন্দগি কেন বিরাট-অনুষ্কাকে নকল করছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। শুধু প্রশ্ন নয়, বিরুষ্কার মত করে ছবি শেয়ার করায় তাঁদের আক্রমণের মুখেও পড়তে হয়। যদিও, বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পুনিশ শর্মা এবং বন্দগি কালরা।





আরও পড়ুন : শ্রীদেবীর জন্য এবার কী করলেন বনি কাপুর!


এদিকে বসের ঘরে পুনিশ, বন্দগি-র সম্পর্ক নিয়ে নাকি একেবারেই না-খুশ ছিলেন বন্দগির বাবা। টেলিভিশনের পর্দায় পুনিশের সঙ্গে বন্দগির সম্পর্ক দেখে তাঁকে বাড়িতে ঢুকতে দেবেন না বলেও শোনা যায়। যদিও, বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন বন্দগির বাবা।