Bangladesh | Mostofa Sarwar Farooki: ব্যান ‘শনিবারের বিকেল’, অথচ একই বিষয় নিয়ে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’, ক্ষোভ ফারুকীর
Bangladesh | Mostofa Sarwar Farooki: কিছুদিন আগেই ফারুকী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “প্রিয় বাংলাদেশ। প্রিয় তথ্য মন্ত্রনালয়। গুলশানের হোলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারীর ৩ তারিখ। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ঐ ঘটনার অনুপ্রেরনা নিয়ে “শনিবার বিকেল” বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকে...'
Mostofa Sarwar Farooki, Bangladesh, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত চার বছর ধরে বাংলাদেশে ব্যান মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘শনিবারের বিকেল’। এই ছবি নিয়ে অনেকবারই সরব হয়েছেন পরিচালক। তবে সম্প্রতি এই ছবি নিয়ে ফের সরহ হয়েছেন তিনি। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার গল্পের প্রেক্ষাপটে তৈরি ‘শনিবার বিকেল’। ধর্মীয় অসহিষ্ণুতা ছড়াতে পারে এই কারণেই আটকে রাখা হয়েছে ছবিটি। বাংলাদেশে ব্যান হলেও ছবিটি প্রদর্শিত হয়েছে বিদেশের নানা ফেস্টিভ্যালে। এবার এই একই বিষয় নিয়ে ভারতে তৈরি হয়েছে ‘ফারাজ’। সেই ছবি মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি। এই খবর প্রকাশ্যে আসায় ক্ষোভে ফেটে পড়েন পরিচালক।
আরও পড়ুন- Pathaan Trailer at Burj Khalifa: বুর্জ খলিফায় ‘পাঠান’-এর ট্রেলার, হাজির স্বয়ং শাহরুখ
কিছুদিন আগেই ফারুকী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “প্রিয় বাংলাদেশ। প্রিয় তথ্য মন্ত্রনালয়। গুলশানের হোলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারীর ৩ তারিখ। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ঐ ঘটনার অনুপ্রেরনা নিয়ে “শনিবার বিকেল” বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা। আমাদের ছবি আর্টিজানের ঘটনা পূনঃনির্মান করে নাই, এমন কি ঐ ক্যাফের ভিতরের কোনো চরিত্র পুনঃনির্মানও করে নাই! তারপরও এই সাজা পাওয়ার একমাত্র কারন কি এই দেশের নাগরিক হওয়া? ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সব কিছু মনে রাখে।”
এরপর থেমে থাকেননি ফারুকী। তিনি আরও লেখেন, ‘ফেব্রুয়ারীর ২ তারিখের মধ্যে শনিবার বিকেল বাংলাদেশের মানুষের সামনে হাজির করতে দিতে হবে। কথা আমাদের একটাই।এর আগে আমাদেরকে আড়েঠাড়ে বলা হয়েছে, উনারা চান না বহির্বিশ্বের মানুষের কাছে শনিবার বিকেল ছবিটা যাওয়ার মাধ্যমে ঐ দুঃসহ স্মৃতি আবার ফিরে আসুক। আই মিন সিরিয়াসলি? ইউ টিউবে এই বিষয়ে হাজার হাজার ভিডিও আছে, আর উনারা ভাবছেন একটা সিনেমা আটকাইয়া এই ঘটনা ধামাচাপা দিবেন। আর শনিবার বিকেল তো বিদেশে দেখানোই হচ্ছে! কোথাও ভাবমূর্তি খসে পড়ার ঘটনাতো শুনি নাই। হলিউড রিপোর্টারতো তাদের রিভিউতে আপনাদের নিয়া হাসাহাসি করছে। তারা বলছে, এই ছবি দেইখা তারা বুঝে নাই ভাবমূর্তি কেমনে খসবে! তাদের মনে হইছে ভাবমূর্তির যদি কিছু হয় এই ছবির ফলে সেটা হইতে পারে ভাবমূর্তি বৃদ্ধি! এখন আমার প্রশ্ন, ফেব্রুয়ারী ৩ তারিখ যে ফারাজ মুক্তি পাবে! এখন আপনি কিভাবে ঐটা ধামাচাপা দিবেন? শনিবার বিকেলের প্রথম সেন্সর প্রদর্শনীর পর সেন্সর বোর্ড ছবির প্রশংসা করে বলেছেন দ্রুত সার্টিফিকেট দিবেন। কার ইশারায় এটার দ্বিতীয় প্রদর্শনী হলো, সেটার তদন্ত কি কোনো দিন হবে না? বিদেশী কলাকুশলী আনার জন্য শুটিংয়ের আগে আমাদেরকে তথ্য মন্ত্রনালয়ে আবেদন করতে হয়েছিলো। যেখানে আমাদের স্ক্রিপ্ট জমা দিতে হয়েছিলো। স্ক্রিপ্ট পড়ে সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে আমাদের অনুমোদন দেওয়া হয়েছিল, উৎসাহ দেওয়া হয়েছিলো। যেটা আজকে অনুমোদন পায়, কালকে সেটা নিষিদ্ধ হয় কিসের ভিত্তিতে?’
আরও পড়ুন- Urfi Javed: ‘হিন্দুরাষ্ট্র চায় আবার তালিবানি ফতোয়াও জারি করে’, বিজেপি-র বিরুদ্ধে বিস্ফোরক উর্ফি
এরপরেই তিনি বেশ কিছু রিভিউ পোস্ট করেন। পরিচালক সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘একটি ভাবমূর্তি এবং অন্যান্য বিষয়ে বানোয়াট কথার উত্তরে ছোট করে কিছু ফিডব্যাক শেয়ার করবো। প্রথমেই দ্য হলিউড রিপোর্টার থেকেঃ দুঃখজনক কথা হচ্ছে সিনেমাটা বাংলাদেশে ব্যান করা হয়েছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করার আশংকায়। কিন্তু সিনেমাটা দেখে যেটা বোঝা যায়, সেটা হলো এই ছবি যদি কিছু করতে পারে সেটা হলো বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে পারে। এমনকি ধর্মীয় সহিষ্ণুতার ব্যাপারেও সিনেমাটা জোরালো আবেদন তৈরি করে।’