'মোটা বুড়ি' বলে ক্রমাগত অপমানের জেরে অবসাদ, মুম্বই পুলিসের সাহায্য চাইলেন রানি

তিনি আর সহ্য করতে পারছেন না বলে জানান রানি চট্টোপাধ্যায় 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 2, 2020, 08:39 PM IST
'মোটা বুড়ি' বলে ক্রমাগত অপমানের জেরে অবসাদ, মুম্বই পুলিসের সাহায্য চাইলেন রানি
রানি চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : ​বেশ কয়েক বছর ধরে ক্রমাগত সোশ্যাল সাইটে জ্বালাতন করা হচ্ছে। কখনও অপমান করা হচ্ছে তাঁকে, আবার কখনও 'মোটা' বলে আক্রমণ করা হচ্ছে। ক্রমাগত কয়েক বছর ধরে সব অপমান সহ্য করে ক্লান্ত তিনি। ফলে ওই ব্যক্তির জন্য তিনি অবসাদে ভুগছেন বলে দাবি করেন ভোজপুরি অভিনেত্রী রানি চট্টাপাধ্যায়।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন : গুগলে নিজের নাম সার্চ করে পড়েন একাধিক খবর, আত্মহত্যার আগে গানও শোনেন সুশান্ত!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেন রানি। যেখানে তিনি দাবি করেন, ধনঞ্জয় সিং নামে এক ব্যাক্তি ক্রমাগত জ্বালাতন করছেন তাঁকে। অশ্লীল ভাষায় অপমান করা হচ্ছে। 'বুড়ি বয়ষ্ক মহিলা' বলেও কটাক্ষ করা হচ্ছে তাঁকে। ফলে ওই ব্য়াক্তির জন্য অবসাদে ভুগতে শুরু করেছেন। ধনঞ্জয় সিংয়ের জন্য যেভাবে অবসাদে ভুগছেন তিনি, তাতে মুম্বই পুলিস সাহায্য না করলে, তিনি আর সহ্য করতে পারছেন না বলে অভিযোগ করেন রানি।

.