প্রয়াত ভূপেন হাজারিকা

নিরুদ্দেশের পথে পাড়ি দিলেন `যাযাবর`। ১৯৩৯ সালে অসমের তিনসুকিয়ার অখ্যাত সাদিয়া গ্রাম থেকে শুরু হওয়া জীবনের পথচলা শনিবারের বিকেলে থমকে গেল মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে।

Updated By: Nov 5, 2011, 05:28 PM IST

নিরুদ্দেশের পথে পাড়ি দিলেন `যাযাবর`। ১৯৩৯ সালে অসমের তিনসুকিয়ার অখ্যাত সাদিয়া গ্রাম থেকে শুরু হওয়া জীবনের পথচলা শনিবারের বিকেলে থমকে গেল মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। বেশ কিছুদিন ধরেই কিডনির দুরারোগ্য সংক্রমণে পীড়িত ছিলেন কিংবদন্তী গায়ক-সঙ্গীতকার। সপ্তাহ দুয়েক আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। এদিন দুপুরে হঠাত্‍ই অবস্থার অবনতি হয়। চিকিত্‍সকদের প্রবল চেষ্টা আর ভক্ত-শুভানুধ্যায়ীদের প্রার্থনা ব্যর্থ করে বিকেল চারটে কুড়ি মিনিটে নিভে গেল তাঁর জীবনদীপ। আর সেই সঙ্গেই পরিসমাপ্তি ঘটল ভারতীয় সঙ্গীতজগতের এক বর্ণময় অধ্যায়ের।

.