বিগ বসের ঘরে কী করেন সলমন, বিস্ফোরক প্রাক্তন প্রতিযোগী হিমাংশি

ভাইরাল হতে শুরু করেছে সলমনকে নিয়ে বিগ বস ১৩-র প্রাক্তন প্রিতযোগী হিমাংশির বক্তব্য 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 5, 2020, 04:07 PM IST
বিগ বসের ঘরে কী করেন সলমন, বিস্ফোরক প্রাক্তন প্রতিযোগী হিমাংশি

নিজস্ব প্রতিবেদন: ফের বিতর্কে বিগ বস৷ সলমন খানের রিয়েলিটি শো নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন প্রতিযোগী হিমাংশি খুরানা (Himanshi Khurana) ৷ সলমনের শো-সহ বসের ঘরের কাজকর্ম নিয়ে রীতিমতো বিস্ফোরণ করলেন পঞ্জাবি গায়িকা৷ সম্প্রতি হিমাংশির ওই সাক্ষাতকার বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল হতে শুরু করেছে৷

আরও পড়ুন : নিজের বিয়ের অনুষ্ঠানে নেচে ডান্স ফ্লোর মাতিয়ে দিলেন অভিনেত্রী নেহা পেনসে, দেখুন
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি স্য়ালোঁতে বসে রয়েছেন হিমাংশি৷ সেখানে বিগ বসের ঘর এবং সলমন খানকে নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে৷ যার উত্তরে হিমাংশি বলেন, (Big Boss) বসের ঘের যা যা হয়, তার পুরোটাই স্ক্রিপ্টেড৷ বিশেষ করে, সলমন খান যেদিন বসের ঘরে ঢুকে বাসন পরিষ্কার করতে শুরু করেন, সেই ঘটনাও৷ বসের ঘরে ঢুকে বাসন মাজার জন্য সলমনকে ৬৩০ কোটি দেওয়া হচ্ছে৷ অর্থাত, গোটা শোয়ের সঞ্চালনার জন্য সলমনকে যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, কথায় কথায় সেই অঙ্কের কথা জানিয়ে ফেলেন হিমাংশি৷ যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি সলমন খান কিংবা চ্যানেল কতৃপক্ষকে৷

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

সম্প্রতি (Big Boss 13) বিগ বস ১৩ চলাকালীন বসের ঘরে ঢুকে পড়েন (Salman Khan) সলমন খান৷ প্রতিযোগীদের একটি ঘরে তালা বন্ধ করে রেখে, রান্নাঘরে গিয়ে বাসন মাজতে শুরু করেন (Bollywood) বলিউড ভাইজান৷ সলমনের ওই কীর্তি দেকে ঘাবড়ে যান প্রতিযোগীরা৷ বিগ বসের ওই এপিসোড দেখানোর পর শোয়ের টিআরপি বাড়তে শুরু করে চড়চড়িয়ে৷ এবার বসের ঘরে সলমনের ওই কাজ নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রতিযোগী হিমাংশি৷

.