অ্যালোন-এর ব্যর্থতায় বলিউড এখনও অপেক্ষায় বছরের প্রথম হিটের

Updated By: Jan 18, 2015, 06:51 PM IST
অ্যালোন-এর ব্যর্থতায় বলিউড এখনও অপেক্ষায় বছরের প্রথম হিটের

 

ওয়েব ডেস্ক: দেখতে দেখতে বছরের তিন তিনটে শুক্রবার পেরিয়ে গেল কিন্তু বছরের প্রথম হিট ছবি এখনও পেল না বলিউড। কেউ কেউ ভেবেছিলেন বিপাশা বসুর ভয়ের সিনেমা 'অ্যালোন'হয়তো বছরের প্রথম হিটের খাতায় নাম লেখাতে চলেছে, কিন্তু প্রথম তিনদিনের বক্স অফিসের প্রাপ্তি অনুসারে বিপাশাকে হতাশাই হতে হচ্ছে। কোনও বড় রিলিজ না থাকলেও প্রথম দুদিনে অ্যালোন মাত্র ৯ কোটি টাকার ব্যবসা করতে চলেছে। বিশেষজ্ঞরা আর এই ছবিকে নিয়ে বিশেষ আশা দেখছেন না।

বছরের প্রথম বড় রিলিজ অর্জুন কাপুর, সোনাক্ষী সিনহার 'তেভর'-ও বক্স অফিসে ব্যর্থ হয়। গত বছর ১৯ ডিসেম্বর রিলিজ হওয়া পিকে-র দুরন্ত সাফল্যের পর এখনও পর্যন্ত কোনও বলিউঢ সিনেমা হালে পানি পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, পিকে-র মত এতবড় সাফল্যের পর এমন হওয়াটা খুব স্বাভাবিক। এখন দেখার ২৩ জানুয়ারি রিলিজ হতে চলা অক্ষয় কুমারের বেবি ও সোনম কাপুরের ডলি দি ডোলি বলিউডের মুখে হাসি আনতে পারে কি না।

.