সলমনের সঙ্গে ডেট বিপাশার

জন আব্রাহামের বিচ্ছেদের পর বেশ কিছুদিন সিঙ্গল থাকার ইচ্ছাই প্রকাশ করেছিলেন বঙ্গ তনয়া বিপাশা বসু। এরপরই শোনা যায় তিনি নাকি সলমন খানের সঙ্গে সিনেমা করার ইচ্ছাপ্রকাশ করেছেন।

Updated By: Jul 23, 2012, 11:13 PM IST

জন আব্রাহামের বিচ্ছেদের পর বেশ কিছুদিন সিঙ্গল থাকার ইচ্ছাই প্রকাশ করেছিলেন বঙ্গ তনয়া বিপাশা বসু। এরপরই শোনা যায় তিনি নাকি সলমন খানের সঙ্গে সিনেমা করার ইচ্ছাপ্রকাশ করেছেন।
ছবির সবকিছুই প্রায় ঠিকঠাক। এমনকী ২২শে জুলাই বিপাশা আর সলমনকে একসঙ্গে একটি রেস্তোরাঁতেও দেখা যায়। বান্দ্রাতে ওই রেস্তোরাঁয় তাঁদের ছবি তুলে সলমন, সোহেল আর বিপাশ টুইটারে সর্বসমক্ষে নিয়ে আসেন নিজেরাই। জানা গেছে, বিপাশাকে সলমনের ভাই সোহেল খানের পরবর্তি ছবি `শের খান`-এ একটি নাচের দৃশ্যে দেখা যেতে পারে।
সলমনের সান্নিধ্যে থেকে ক্যাটরিনা কাইফের উন্নতির বহর দেখেই বোধহয় বিপাশাও তাঁকে লাকি মাসকট মনে করছেন। তবে এই `ডেট` কি আসলে শুধুমাত্র কাজের জন্যই, নাকি অন্য কোনও তাজা গল্পের স্বাদ পেতে চলেছে তা অবশ্য সময়ই বলবে।

.