মদিবা শিখিয়ে গেলেন লড়াই করতে, শ্রদ্ধার্ঘ বলিউডের

জননায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুনিয়া। শ্রাদ্ধাবনত সারা বিশ্বের মানুষ। পুরো পৃথিবীর সঙ্গেই শোকের ছায়া বলিউডেউ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মদিবাকে স্মরণ করল বলিউড।

Updated By: Dec 6, 2013, 03:23 PM IST

জননায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুনিয়া। শ্রাদ্ধাবনত সারা বিশ্বের মানুষ। পুরো পৃথিবীর সঙ্গেই শোকের ছায়া বলিউডেউ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মদিবাকে স্মরণ করল বলিউড।

অমিতাভ বচ্চন: "নেলসন ম্যান্ডেলা-একজন মস্ত বড় মানুষ। সদিচ্ছা, বিশ্বাস, একনিষ্ঠতার মৃত্যু। শিখিয়ে গেলেন লড়াই করতে। দু`বার ওনার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। মনুষ্যত্ব ওনার সবথেকে বড় সম্পদ। ওনার জীবন অমূল্য!"

অক্ষয় কুমার: "বুদ্ধি ও সুন্দর হৃদয়ের অসাধারণ মেলবন্ধন। ম্যান্ডেলার থেকে বড় উদাহরণ হতে পারে না।"

দিয়া মির্জা: "লক্ষ মানুষের জীবন ছুঁয়ে গেছেন ম্যান্ডেলা, ওনার মনুষ্যত্ব, ভালবাসার ক্ষমতা, সহনশীলতা...চিরকাল বেঁচে থাকবে। উনি বেঁচে থাকবেন।"

আরশাদ ওয়ার্সি: "আরও একজন মহাত্মা আমাদের ছেড়ে চলে গেলেন...আত্মার শান্তি কামনা করি। আপনি বেঁচে থাকবেন।"

নেহা ধুপিয়া: "মানুষের মধ্যে সহনশীলতা গড়ে তোলার জন্য ম্যান্ডেলাকে ধন্যবাদ। আপনার সব কিছু বিশ্বকে দিয়ে গেছেন আপনি।"

সোফি চৌধুরি: "নেলসন ম্যান্ডেলার আত্মার শান্তি কামনা করি...সকলের ওনার কাছ থেকে শেখা উচিত...ভয়কে জয় করা, সম্মান করতে শেখা, মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখানো..."

বিশাল ধাওয়ান: :"নেলসন ম্যান্ডেলার আত্মার শান্তি কামনা করি...নিজের লোকেদের কাছে উনি মদিবা, পৃথিবীর কাছে শান্তির প্রতীক। ওনার শেখানো বার্তা এখন আমাদের বেশি করে প্রয়োজন।"

গুল পনাঙ্গ: "নেলসন ম্যান্ডেলার আত্মার শান্তি কামনা করি। এত সুন্দর করেও জীবন কাটানো যায়।"

.