টানা ৯ দিন সাড়া দেয়নি মস্তিষ্ক, সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টেই লড়াই চলছে ফেলুদার

 সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে আছেন তিনি। চিকিৎসকরা বলেছেন অত্যন্ত সঙ্কটজনক অবস্থা তাঁর। 

Updated By: Oct 30, 2020, 04:37 PM IST
টানা ৯ দিন সাড়া দেয়নি মস্তিষ্ক, সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টেই লড়াই চলছে ফেলুদার

নিজস্ব প্রতিবেদন: শারীরিক সক্ষমতার কথা বিবেচনা করে নির্ধারিত তৃতীয় ডায়ালিসিস আজ না করার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। হিমোগ্লোবিন কম থাকায় আজ ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে। প্লেটলেট কম থাকলেও প্লেটলেট ট্রান্সফিউশন না করার সিদ্ধান্ত অভিনেতার। মস্তিষ্ক এখনও সাড়া দিচ্ছে না। আজ টানা ৯ দিন সাড়া মেলেনি। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে আছেন তিনি। চিকিৎসকরা বলেছেন অত্যন্ত সঙ্কটজনক অবস্থা তাঁর। 

মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, আজ সকালে চোখ খোলার চেষ্টা করেছেন তিনি। সেটা কনসাসনেস থেকে নয়। গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী মস্তিষ্কের সাড়া দেওয়ার সূচক ১০এর কাছে। গত ২৪ ঘণ্টায় ইউরিন আউটপুট ভাল। নতুন করে কোনও রক্তক্ষরণ হয়নি। রক্তচাপ ঠিক আছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।পাশাপাশি রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিন একটু কম ড্যালিসিসসির পর। অ্যান্টিবায়োটিক ও অন্য নানান ওষুধ ও স্টেরোয়েড চলছে। অভিনেতার অক্সিজেন স্যাটুরেশন ৯৮ শতাংশ। 

.