শরীরে কাপড়ের লেশমাত্র নেই, অর্ধনগ্ন হয়ে মা হওয়ার সুখবর দিলেন Cardi B
লস অ্যাঞ্জেলেসে আয়োজিত বেট অ্যাওয়ার্ডসের মঞ্চে স্বামী অফসেটের হাত ধরে পৌঁছেছিলেন কার্ডি বি
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![শরীরে কাপড়ের লেশমাত্র নেই, অর্ধনগ্ন হয়ে মা হওয়ার সুখবর দিলেন Cardi B শরীরে কাপড়ের লেশমাত্র নেই, অর্ধনগ্ন হয়ে মা হওয়ার সুখবর দিলেন Cardi B](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/28/329267-45435435.jpg)
নিজস্ব প্রতিবেদন : ফের মা হতে চলেছেন গ্র্যামি জয়ী সঙ্গীতাশিল্পী কার্ডি বি (Cardi B)। ২৭ জুন, রবিবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত বেট অ্যাওয়ার্ডসের মঞ্চে স্বামী অফসেটের হাত ধরে পৌঁছেছিলেন কার্ডি বি (Cardi B)। সেখানেই স্পষ্ট সামনে এল কার্ডি বি-র বেবি বাম্প। মিউজিক গ্রুপ মিগোস-এর সঙ্গে পারফর্মও করেন গায়িকা।
পরনে ছিল কালোও রুপোলি রঙের গর্জাস বডিস্যুট। মাঝে বেবি বাম্প ছিল কালো ট্রান্সপারেন্ট কাপড় দিয়ে ঢাকা। আর এভাবেই মঞ্চে উঠেছিলেন কার্ডি বি (Cardi B)। তাঁরএই পোশাক ডিজাইন করেছেন ডিজাইনার রহিনস্টোন।
OMG!!!!!! @iamcardib breaking some MAJOR news! Pregnant and slaying #BETAwards #CulturesBiggestNight pic.twitter.com/CCF5P8h8rt
— #BETAwards (@BETAwards) June 28, 2021
এদিকে সোমবারই ইনস্টাগ্রাম পোস্টে একপ্রকার অর্ধনগ্ন অবস্থায় ধরা দেন জনপ্রিয় এই র্যাপার। শরীরে কাপড়ের লেসমাত্র নেই শুধুমাত্র বুকের কাছে ব্রেস্টপ্লেট এঁটে ধরা দিয়েছেন তিনি। নিতম্বে রঙের আঁকিবুকি কেটে অভিনব কায়দায় দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানিয়েছেন কার্ডি বি (Cardi B)। জানা যাচ্ছে পাকিস্তানি শিল্পী মিশা জাপানওয়ালার হাতে তৈরি ওই ব্রেস্টপ্লেটটি। ছবিটি স্বামী স্বামী অফসেটকে ট্যাগ করে লিখেছেন '২'।
আরও পড়ুন-খালি গায়ে পুলে নেমে মায়ের সঙ্গেই জলকেলি Yuvaan-র
প্রসঙ্গত, ২০১৭তে সাতপাকে বাঁধা পড়েছিলেন অফসেট ও কার্ডি বি (Cardi B)। তাঁদের ৩ বছরের একটি মেয়ে রয়েছে, নাম 'কালচার'।