যোগচর্চায় শিল্পা, যোগাসনে বসে জ্যাকি বললেন, 'টেনশন নেহি লেনে কা'
মুম্বইয়ে যোগচর্চায় সামিল অভিনেতা জ্যাকি শ্রফ। যোগাসনে বসে তাঁর মন্তব্য, টেনশন নেহি লেনে কা। গভীর শ্বাস নেওয়ার পরামর্শ দিয়েছেন জ্যাকি। এটাই দীর্ঘজীবন লাভের উপায় বলে মত তাঁর। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে এদিন যোগচর্চা করেন অভিনেত্রী শিল্পা শেট্টিও।
ওয়েব ডেস্ক: মুম্বইয়ে যোগচর্চায় সামিল অভিনেতা জ্যাকি শ্রফ। যোগাসনে বসে তাঁর মন্তব্য, টেনশন নেহি লেনে কা। গভীর শ্বাস নেওয়ার পরামর্শ দিয়েছেন জ্যাকি। এটাই দীর্ঘজীবন লাভের উপায় বলে মত তাঁর। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে এদিন যোগচর্চা করেন অভিনেত্রী শিল্পা শেট্টিও।
তারাকা ছাড়াও এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর যোগ-যজ্ঞে যোগ দেন ৫০ টি দেশের প্রতিনিধি। রাজনীতি দূরে রেখে যোগে যোগদান করলেন দিল্লির মুখ্যমন্ত্রীও। রাইসিনা হিলের কাছে যোগের অনুষ্ঠানে ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আসমুদ্র হিমাচলে ছড়িয়ে যোগের বার্তা দিলেন মোদীর সেনাপতিরা। সূর্য নমস্কার বিতর্কে ইতি টেনে যোগ দিল মুসলিম পার্সোনাল ল-বোর্ডও।