'বিতর্কিত শব্দ'-সহ ছাড়পত্র পেল অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র
সংবাদ সংস্থা এএনআই-কে পরিচালক সুমন ঘোষ জানিয়েছেন, তথ্যচিত্রটিকে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সেন্সর বোর্ড। মম্বুইয়ে 'দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান' তথ্যচিত্রটি দেখেন সিবিএফসি-র চেয়ারম্যান প্রসূন জোশি।
সংবাদ সংস্থা: অবশেষে মুক্তি পেতে চলেছে নোবেল জয়ী অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র 'দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান'। আর সেখানে অপরিবর্তিত থাকছে 'বিতর্কিত' শব্দগুলিও। তথ্যচিত্রে থাকা কয়েকটি শব্দ নিয়ে গত বছর তুমুল বিতর্ক হয়। শব্দগুলিতে 'বিপ' লাগানোর শর্তে তথ্যটিকে ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দেয় সেন্সর বোর্ডের কলকাতার দফতর। ওই শব্দগুলি বাদ দেওয়ার আপত্তি জানান জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সুমন ঘোষ। এরফলে আটকে যায় তথ্যচিত্রটির মুক্তিও।
আরও পড়ুন- মণিষা কৈরালা হলেন 'নার্গিস'
সংবাদ সংস্থা এএনআই-কে পরিচালক সুমন ঘোষ জানিয়েছেন, তথ্যচিত্রটিকে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সেন্সর বোর্ড। মম্বুইয়ে 'দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান' তথ্যচিত্রটি দেখেন সিবিএফসি-র চেয়ারম্যান প্রসূন জোশি। ছবিটি দেখার পর কোনও শব্দ বাদ দেওয়ার সুপারিশ করেননি তিনি। প্রসঙ্গত, এই তথ্যচিত্রটিতে থাকা 'গরু', 'হিন্দু', 'হিন্দুত্ব' এবং 'গুজরাট' শব্দগুলি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল সেন্সর বোর্ড। এরপর তুমুল বিতর্ক তৈরি হয় দেশ জুড়ে। সেন্সর বোর্ডে এই কাণ্ডে সমালোচনার মুখে পড়ে মোদী সরকারও।
আরও পড়ুন- মেয়ের ছবি তোলায় খেপে গেলেন শাহিদ পত্নী মীরা
অমর্ত্য সেনকে নিয়ে তৈরি করা তথ্যচিত্রটি ২০০২ এবং ২০০৭- এই দু'টি পর্বে ভাগ করা হয়েছে। দেশের আর্থ-সামাজিক পরিবেশ, উগ্র জাতীয়তাবাদ, অসহিষ্ণুতা থেকে গোটা বিশ্বের অস্থিরতা ফুটে উঠেছে এই তথ্যচিত্রে। পরিচালক সুমন ঘোষ বলেন, "এই ফিল্ম দেখে ভীষণ খুশি জোশি। তথ্যচিত্রটি দেখে অনেক কিছু জেনেছেন বলে জানান তিনি।"
ওদিকে এবিষয়ে মুখ খুলতে অস্বীকার করেছেন সেন্সর বোর্ডের কলকাতা শাখার আধিকারিকরা। বিষয়টি চেয়ারম্যানের বিবেচনাধীন বলে জানিয়েছেন তিনি।