Chanchal Chowdhury: মেকআপ আর্টিস্টের অসাধারণ কাজ! ছবি দেখে নিজেকে চিনতেই পারলেন না চঞ্চল চৌধুরী…
Chanchal Chowdhury as Mrinal Sen: মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। সে কথা সকলেরই জানা। ইতোমধ্যেই হয়ে গেছে ছবির শ্যুটিং। ছবিতে চঞ্চল চৌধুরীর প্রস্থেটিক মেকআপ করে তাঁকে মৃণাল সেনের চেহারাগত রূপ দিয়েছেন টলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। তাঁর হাতে কাজ দেখে হতবাক অভিনেতা।
Chanchal Chowdhury, Mrinal Sen Centenary, Srijit Mukherji, Padatik, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মৃণাল সেনের মৃত্যুদিনে এই ছবির ঘোষণা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘পদাতিক’। মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। শ্যুটিংয়ের সময় থেকেই প্রকাশ্যে এসেছে মৃণালরূপী চঞ্চলের বেশ কয়েকটি ছবি। যেখানে চঞ্চল চৌধুরীর সঙ্গে কিংবদন্তি পরিচালকের সাদৃশ্য দেখে কার্যত হতবাক নেটপাড়া।
ছবিতে চঞ্চল চৌধুরীর প্রস্থেটিক মেকআপ করে তাঁকে মৃণাল সেনের চেহারাগত রূপ দিয়েছেন টলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। যার দৌলতে চঞ্চল হয়ে উঠেছেন অবিকল মৃণাল সেন। তবে এবার অভিনেতা নিজেকে দেখে নিজেই চমকে গেলেন। শ্যুটিংয়ের একটি ছবি পোস্ট করে চঞ্চল চৌধুরী নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা কি মৃনাল সেন নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সাথে অনেক খানি ভালোও লেগেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুর কি অসাধারন কাজ’।
চঞ্চল চৌধুরী আরও লেখেন, ‘বাবা’র সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে শেষ করেছি মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা “পদাতিক” এর কাজ। এবছরেই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। প্রযোজকের ইচ্ছা একই সঙ্গে দুই বাংলাতেই তিনি “পদাতিক” মুক্তি দিতে চান। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্যই পরিচালক সৃজিত মুখার্জী “পদাতিক” সিনেমাটি নির্মাণ করছেন।ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সৃজিতদার প্রতি, এরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আমাকে নির্বাচন করার জন্য।’
২০১৮-র ৩০ ডিসেম্বর এই দুনিয়া ছেড়ে বিদায় নেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। ২০২২-এর ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যু বার্ষিকীতেই মৃণাল সেনের বায়োপিকের কথা ঘোষণা করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই বছরের শুরুতেই এই ছবির শ্যুট করেছেন পরিচালক। ‘পদাতিক’-এর পোস্টার শেয়ার করেন স্বয়ং অমিতাভ বচ্চন। কিছুমাস আগে সেই পোস্টার শেয়ার করে সৃজিতকে শুভেচ্ছা জানান বিগ বি। তিনি লিখেছেন, অনেক শুভেচ্ছা। সঙ্গে তিনটি হ্যাশট্যাগ পদাতিক, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখোপাধ্যায়। অমিতাভের শুভেচ্ছায় আপ্লুত সৃজিত লিখেছেন, ‘ধন্যবাদ স্যার, এটা আমাদের কাছে অনেক।’