'খেলা হবে'-র ছন্দে ফিরলেন 'কেঁচো খুঁড়তে কেউটে'-র চেনা নায়ক

বারাসতের জনসভায় 'খেলা হবে' গানে চুটিয়ে নাচলেন তৃণমূল নেতা চিরঞ্জিৎ। ফিরে এল নাইনটিজের গোল্ডেন পিরিয়ডের নস্টালজিয়া।

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: Apr 13, 2021, 11:25 PM IST
'খেলা হবে'-র ছন্দে ফিরলেন 'কেঁচো খুঁড়তে কেউটে'-র চেনা নায়ক

নিজস্ব প্রতিবেদন: এ যেন এক অন্য ছবি। বারাসাতে ফিরে এল নয়ের দশকের সিনেমার চেনা দৃশ্য। জনসভায় তখন প্রচুর মানুষের ঢল। বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিতের সভা। বারাসতের মানুষের কাছে অবশ্য চিরঞ্জিৎ এখন ঘরের লোক। তাহলেও চেনা ছন্দে নব্বই দশকের স্মৃতি উস্কে আবার যদি পিছনে ফেরা যায়, মন্দ হয় না। সেই চিত্রই ধরা পড়ল এদিন।

আরও পড়ুন:মমতার প্রচারে নিষেধাজ্ঞা, প্রতিবাদে কালো ব্যাজ পরে পথে বুদ্ধিজীবীরা

চব্বিশ ঘণ্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরই বারাসতে চিরঞ্জিতের সভায় এলেন তৃণমূল নেত্রী। তার আগেই মঞ্চে হাজির চিরঞ্জিৎ। 'খেলা হবে' গানে চুটিয়ে নাচলেন নেতা। ফিরে এল 'মর্যাদা', 'সংসার সংগ্রাম' ছবির সেই চেনা নায়ক দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিৎ (Chiranjeet)। দর্শকদের থুড়ি ভোটদাতাদের আনন্দ দিতেই ফিরিয়ে আনলেন নাইনটিজের সেই গোল্ডেন পিরিয়ড। 

ভিডিওটা দেখে আপনিও কি নস্টালজিক? পাশে নায়িকারা নেই তো কি, 'কেঁচো খুঁড়তে কেউটে'-র নায়ক একাই বাজিমাত করলেন। এনার্জি লেভেলেও কোনও খামতি নেই, অভিনেতার কাছে হার মানবেন এই প্রজন্মের যে কোনও নায়ক। তৃণমূল নেতার নাচের স্টেপস দেখে মুগ্ধ মঞ্চের সামনে থাকা সাধারণ মানুষরাও, হাততালিতে ভরিয়ে দিলেন বিদ্যাসাগর স্টেডিয়াম।

আরও পড়ুন:ঠিক যেন 'কাশ্মীর কি কলি', পাহাড়ের কোলে বরফে শুয়ে Monami

কমিশনের সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল সমর্থকদের মনখারাপ, তবে আত্মবিশ্বাসে চিড় ধরানো যাবে না, শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে আদর্শ করেই মনোবল বাড়াতে একটু অন্য মেজাজেই ধরা দিলেন সকলে। একদিকে যখন প্রতিটি জনসভায় বিরোধী পক্ষের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন কর্মীরা, ঠিক তখনই বারাসতের বিদ্যাসাগর স্টেডিয়ামের চিত্রটা একটু অন্যরকম।

.