এবার রিমেকে চুপকে চুপকে
চসমে বদ্দুরের পর এবার রিমেক হতে চলেছে চুপকে চুপকের। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া হৃষিকেশ মুখার্জির সুপারহিট ছবির রিমেক করতে চলেছেন ওহ মাই গড পরিচালক উমেশ শুক্লা।
চসমে বদ্দুরের পর এবার রিমেক হতে চলেছে চুপকে চুপকের। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া হৃষিকেশ মুখার্জির সুপারহিট ছবির রিমেক করতে চলেছেন ওহ মাই গড পরিচালক উমেশ শুক্লা।
চুপকে চুপকে ছবিতে বটানির অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর স্ত্রীর ভূমিকায় ছিলেন শর্মিলা ঠাকুর। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অমিতাভ ও জয়া বচ্চনও। তবে শুধু চসমে বদ্দুর ও চুপকে চুপকে নয়, ২০১৩ বলিউডের রিমেকের বছর। প্রিয়াঙ্কা চোপড়া ও রাম চরণ তেজাকে নিয়ে তৈরি হচ্ছে জঞ্জির। ইতিমধ্যেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে সাজিদ খানের হিম্মতওয়ালা। বক্সঅফিসে হিট আশিকি টু।
বলিউডে রিমেকের বাজার খুব একটা ভাব না হলেও ব্যতিক্রম ডন(২০০৬), পরিনীতা(২০০৫) ও অগ্নিপথ(২০১২)। চুপকে চুপকের ভাগ্যে কী রয়েছে তার উত্তর পেতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।