সলমান আর আমির উড়ছেন, লাটাই ধরা রাকেশের হাতে!
সলমান খানের সুলতান আর আমির খানের দঙ্গলের মিল কোথায়? এখন বলিউডে এই প্রশ্নটাই সব থেকে চলছে।
![সলমান আর আমির উড়ছেন, লাটাই ধরা রাকেশের হাতে! সলমান আর আমির উড়ছেন, লাটাই ধরা রাকেশের হাতে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/30/44291-amir30-10-15.jpg)
ওয়েব ডেস্ক: সলমান খানের সুলতান আর আমির খানের দঙ্গলের মিল কোথায়? এখন বলিউডে এই প্রশ্নটাই সব থেকে চলছে।
এর উত্তর দুটো। আর দুটোর ক্ষেত্রেই কমন একজন। প্রথম উত্তরটা অবশ্যই রেসলিং। আর দ্বিতীয় উত্তরটি হল, বলিউডের বিখ্যাত ট্রেনার রাকেশ।
সলমান খান সুলতান ফিল্মে একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছেন। আর আমির খানও তাংর দঙ্গল ফিল্মে কুস্তিগীর মহাবীর সিং ফোগটের চরিত্রে অভিনয় করছেন। এই জন্য দুই বলিউড স্টারকেই নিজেদের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হচ্ছে। আর নিতে হচ্ছে বিশেষ ট্রেনিং। আর দুজনকেই ট্রেনিং করাচ্ছেন ট্রেনার রাকেশ। সলমান খান নিজেও বলেছেন, ''রাকেশের এই মুহূর্তে বেশি দরকার আমির খানের।'' সে যাই হোক, বলিউডে এখন সলমান আর আমির উড়ছেন, লাটাই ধরা রাকেশের হাতে!
বলিউডের তিন খানের মধ্যে যতই সমস্যা থাক, সলমান এবং আমির এই দুই খানের দিন দিন বন্ধুত্ব কিন্তু বেড়েই চলেছে।