Dadagiri: কলকাতার হলুদ যুবরাজ, ট্যাক্সিচালকই জীবন্ত এনসাইক্লোপিডিয়া! চড়েছেন?
পেশায় ট্যাক্সি চালক দেবাশিস বাবু অনেক ছোট থেকেই এই পেশার সঙ্গে যুক্ত। সৌরভ গাঙ্গোপাধ্যায়ের এই ভক্তের জ্ঞানের ভান্ডারও তৈরি হয়েছে দাদাগিরি দেখেই। তিনি নিজেই বলেন, পড়ে নয় দেখে শিখেছেন যাবতীয় কিছু।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহরের রাস্তায় ছুটে বেড়াচ্ছে 'হলুদ যুবরাজ'। একটু অবাক লাগলো তো! ট্যাক্সির গায়ে লেখা দাদাগিরি, চালকের আসনে দেবাশিষ বাগ। যাত্রীরা ট্য়াক্সিতে চড়লেই শুনতে পান দাদাগিরির টাইটেল ট্র্যাক। তবে এটা দাদাগিরি কর্তৃপক্ষ বা সৌরভ গঙ্গোপাধ্যায় কারও প্রমোশনের ট্র্যাটেজি নয়। মহারাজের অনুরাগী দেবাশিষ বাবু এটা নিজের ভালোলাগা থেকেই করেছেন।
পেশায় ট্যাক্সি চালক দেবাশিস বাবু অনেক ছোট থেকেই এই পেশার সঙ্গে যুক্ত। সৌরভ গাঙ্গোপাধ্যায়ের এই ভক্তের জ্ঞানের ভান্ডারও তৈরি হয়েছে দাদাগিরি দেখেই। তিনি নিজেই বলেন, পড়ে নয় দেখে শিখেছেন যাবতীয় কিছু। নিজের ট্যাক্সিকেও তাই সযত্নে সাজিয়ে তুলেছেন দাদাগিরির লোগোতেই। মহারাজের প্রতি ভালোবাসা থেকেই বাহনের নাম দিয়েছেন হলুদ যুবরাজ। যাত্রীদের জলের বোতল দিয়ে অভ্যর্থনাও জানান।
আরও পড়ুন, Shovan-Sohini: সোহিনীর সঙ্গে আদুরে ছবি শোভনের, আচমকাই গায়েব পোস্ট, ব্যাপার কী?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)