দীপিকার নিরাপত্তা রক্ষী জালাল-এর মাসিক বেতন কত জানেন!
সলমন-শেরার পর খবরের শিরোনামে দীপিকার নিরাপত্তা রক্ষী জালাল
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=33OADPjb)
![দীপিকার নিরাপত্তা রক্ষী জালাল-এর মাসিক বেতন কত জানেন! দীপিকার নিরাপত্তা রক্ষী জালাল-এর মাসিক বেতন কত জানেন!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/11/255241-deepika-with-body-gaurd.jpg)
নিজস্ব প্রতিবেদন : সলমন খান তাঁর নিরাপত্তা রক্ষী শেরাকে কত বেতন দেন, তা নিয়ে বহুবার বিভিন্ন ধরনের খবর প্রকাশ্যে এসেছে। সলমন-শেরার জুটি যখন প্রায় প্রত্যেকেরই জানা, সেই সময় দীপিকার নিরাপত্তা রক্ষী জালালের কথা জানেন কি!
রিপোর্টে প্রকাশ, ২০১৭ সাল থেকে দীপিকার নিরাপত্তা রক্ষী হিসেবে নিযুক্ত জালাল। বছরে তাঁকে ৮০ লক্ষ করে বেতন দেন দীপ্পি। অর্থাত প্রত্যেক মাসে প্রায় ৬.৬ লক্ষের আশপাশে বেতন পান জালাল। তবে ২০১৭ সালে জালালের বার্ষিক বেতন ৮০ লক্ষ ছিল বর্তমানে তা ১ কোটি ছুঁয়েছে বলে বি টাউনের গুঞ্জন।
আরও পড়ুন : ২০১৭ সালে বিয়ে করেন মোনালি ঠাকুর, ৩ বছর ধরে লুকিয়ে রাখেন গোপন সংসারের কথা
প্রসঙ্গত সলমন খান তাঁর নিরাপত্তা রক্ষী শেরাকে প্রত্যেক মাসে ১৫ লক্ষ করে বেতন দেন। পাশাপাশি শেরার খাবার থেকে পোশাক কিংবা বিদেশ ভ্রমণ, সবকিছুর খরচই সলমন বহন করেন বলে জানা যায়।