ছপক বয়কটের ডাক, `ভয় পাই না, দীপিকার জন্য গর্বিত`; JNU নিয়ে বিস্ফোরক অনুরাগ
বাম ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের পাশে দাঁড়ান দীপিকা পাডুকন
নিজস্ব প্রতিবেদন: পড়ুয়াদের পাশ দাঁড়াতে মঙ্গলবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন দীপিকা পাডুকন৷ JNU-এর বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে, পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানান 'ছপক' অভিনেত্রী৷ দীপিকা পাডুকনের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷
আরও পড়ুন : 'স্বরা সস্তা মহিলা', JNU কাণ্ডে মুখ খুলে অশ্লীল আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী
JNU-এ পড়ুয়াদের আন্দোলনকে সমর্থনের জন্য় (Deepika Padukone) দীপিকা যখনই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজির হন, সেই সময় থেকেই (Actor) অভিনেত্রীর বিরুদ্ধে প্রচারে নামতে শুরু করেন বেশ কিছু মানুষ৷ এমনকী, দীপিকার সিনেমা ছপক-কে বয়কটেরও ডাক দেওয়া হয় বেশ কয়েকটি সংগঠনের তরফে৷ যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি বলিউড অভিনেত্রীকে৷
আরও পড়ুন : মাথার উপরে নেই ছাদ, কেমন আছেন কাশ্মীরি পণ্ডিতরা? উঠে এল যন্ত্রণার ছবি
তবে দীপিকার বিরুদ্ধে যেমন বেশ কয়েকটি সংগঠন ফুঁসে উঠতে শুরু করেছে, তেমনি তাঁর পাশে দাড়িয়েছেন বলিউডের তামাম অভিনেতা এবং পরিচালকরা৷ JNU-এর ক্যাম্পাসে যাওয়ার পরই দীপিকার প্রশংসা শুরু করেন পরিচালক অনুরাগ কাশ্যপ৷ এমনকী, বিশ্ববিদ্য়ালয়ের বাম ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের সঙ্গে আলোচনারত দীপিকা পাডুকনের ছবি দিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রোফাইল ছবি পালটে দেন অনুরাগ কাশ্যপ৷ দীপিকা যা করেছেন, তার ভূয়ষী প্রশংসা শুরু করেন (Anurag Kashyap) অনুরাগ৷ ছপক অভিনেতা বিক্রান্ত মেসিও দীপিকার প্রশংসা শুরু করে দেন৷ (Bollywood) বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করও দীপিকা পাডুকনের প্রশংসা শুরু করে দেন ওই ঘটনার পরপরই৷
JNU-এর ক্যাম্পাসে হাজির হওয়ার আগে ছাত্র আন্দোলন নিয়ে মুখ খোলেন দীপিকা৷ তিনি বলেন, পড়ুয়ারা যেভাবে নিজেদের দাবি দাওয়া নিয়ে মুখ খুলতে শুরু করেছেন, ভয় না পেয়ে সুর চড়াচ্ছেন, তা দেখে গর্বিত তিনি৷ নিজেদের দাবি দাওয়া নিয়ে মানুষ যেবাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেছেন, তা দেখে দেশের ভবিষ্যত প্রজন্মের উপর আস্থা ফিরে আসছে বলেও মত প্রকাশ করেন দীপিকা পাডুকন৷