'স্বরা সস্তা মহিলা', JNU কাণ্ডে মুখ খুলে অশ্লীল আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী
আক্রমণের মুখে পড়ে তার যোগ্য় জবাব দেন স্বরা ভাস্কর
নিজস্ব প্রতিবেদন: প্রথমে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুলে তোপের মুখে পড়েন৷ আক্রমণ, সমালোচনার মুখে পড়েও থামেননি তিনি৷ এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং শিক্ষকদের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় ফের মুখ খুললেন বলিউড অভিনেত্রী (Swara Bhasker) স্বরা ভাস্কর৷
JNU-এর ঘটনায় মুখ খোলার পর এবার ফের পরিচালক রাজ শান্ডিল্যর আক্রমণের মুখে পড়েন স্বরা৷ 'স্বরা সস্তার অভিনেত্রী৷ তাঁর সিনেমা যে ব্যবসা করে, তার চেয়ে দৈনিক ভাস্করের বিক্রি অনেক বেশি' বলে অভিনেত্রীকে কটাক্ষ করেন 'ড্রিম গার্ল'-এর পরিচালক৷
আরও পড়ুন : অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা? কী বললেন আরবাজের প্রাক্তন স্ত্রী
যদিও আয়ুষ্মান খুরানার (Dream Girl) ড্রিম গার্ল-এর পরিচালকের কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়ে চুপ করে থাকেননি স্বরা৷ রাজকে একহাত নিয়ে পালটা ট্যুইট করে স্বরা৷ যেখানে তিনি বলেন, ভবিষ্যতে তাঁর সিনেমাকে প্রমোট করার জন্য়, (Raaj Shaandilyaa) রাজ যেন নতুন করে কোনও সস্তার কাজ না করেন৷ রাজ শান্ডিল্য এবং স্বরা ভাস্করের ট্যুইটার যুদ্ধ ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়৷
আরও পড়ুন : 'আপনার কি মেরুদণ্ড নেই?' JNU কাণ্ডে চুপ থাকায় আক্রমণের মুখে অমিতাভ
দেখুন...
अगली बार role offer करने और आपकी फ़िल्म के trailer को share करने की request वाले messages भेजने के पहले आप भी ‘सस्ती हरकतों’ के बारे में थोड़ा सोच लेना! Good luck @writerraj sir! pic.twitter.com/t3KPugshfA
— Swara Bhasker (@ReallySwara) January 7, 2020
সম্প্রতি (CAA) নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নামেন 'ভিরে দি ওয়েডিং' অভিনেত্রী৷ (Farhan Akhtar)ফারহান আখতার, অনুরাগ কাশ্যপদের সঙ্গে রাস্তায় নেমে, অস্থায়ী মঞ্চ বেঁধে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করেন স্বরা৷ যা নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে৷