মাথার উপরে নেই ছাদ, কেমন আছেন কাশ্মীরি পণ্ডিতরা? উঠে এল যন্ত্রণার ছবি
প্রায় ৪ লক্ষ কাশ্মীরি পণ্ডিত এখনও ঘরছাড়া
নিজস্ব প্রতিবেদন: কেমন আছেন কাশ্মীরি পণ্ডিতরা? কয়েক দশক পর এখনও নিজেদের দেশে শরণার্থী হয়েই কি রয়ে গিয়েছেন ৪ লক্ষ কাশ্মীরি পণ্ডিত? এবার সেই দৃশ্যই উঠে এল পরিচালক বিধু বিনোদ চোপড়ার সিনেমা (Shikara) শিকারা-য়৷
আরও পড়ুন : 'স্বরা সস্তা মহিলা', JNU কাণ্ডে মুখ খুলে অশ্লীল আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী
যেখানে কাশ্মীর উপত্যকার ছবি তুলে ধরা হয়েছে৷ পাশাপাশি তুলে ধরা হয়েছে, নিজেদের বাড়ি, ঘর, জমি থেকে কীভাবে উতখাত হতে হয় (Kashmiri Pandits) কাশ্মীরি পণ্ডিতদের? সমস্ত কিছু থাকা সত্ত্বেও না পাওয়ার বেদনা নিয়ে কীভাবে কাশ্মীর ছেড়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় কাশ্মীরি পণ্ডিতদের৷ শিকারা-র ট্রেলার তাই মুক্তি পাওয়ার পরই জোর শোরগোল শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে৷
আরও পড়ুন : সইফ থেকে জন, একাধিক অভিনেতার সঙ্গে পরপর সম্পর্কে জড়ান বিপাশা বসু
দেখুন ট্রেলার...
ট্রেলারে দেখা যাচ্ছে,এক দম্পতি যখন নিজেদের ঘরে বসে একান্তে সময় কাটাচ্ছেন, তখন আচমকাই প্রতিবেশীর বাড়ি জ্বলতে দেখে চমকে যান তাঁরা৷ বাইরে কী হচ্ছে দেখতে গিয়ে, আক্রান্ত হতে হয় তাঁদেরও৷ জ্বালিয়ে দেওয়া হয় তাঁদের ঘরবাড়িও৷ ওই দম্পতির বাড়িতে আগুন জ্বালিয়ে দিলে, সেখানে থেকে বেরিয়ে যান তাঁরা৷ এরপর (Kashmir) কাশ্মীরে কার্ফু, সেনা বাহিনীর টহলদারি এবং নির্বাচন সবকিছু শেষ হয়ে যায় কিন্তু তাঁরা বাড়ির বাইরেই রয়ে যান৷ শত চেষ্টা করেও নিজের বাড়িতে ফিরতে পারেননি তাঁরা৷ শেষ পর্যন্ত কি নিজের বাড়িতে ফিরতে পারবেন শিব ও শান্তি নামের ওই দম্পতি, তার জন্য অপেক্ষা করতে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত৷ আগামী মাসের ৭ তারিখ মুক্তি পাচ্ছে (Vidhu Vinod Chopra) বিধু বিনোদ চোপড়ার সিনেমা শিকারা৷