ধনিজস্ব প্রতিবেদন : দেশের অনেক তারকাই মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে, হাতির মৃত্যু নিয়েও মুখ খুলছেন। অথচ পরিযায়ী শ্রমিকদের নিয়ে কারোর বিশেষ কোনও মাথা ব্যাথা নেই। সোশ্যাল মিডিয়ায় এবিষয়ে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ অভিনেতা দেব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে লম্বা একটি পোস্টে দেব লিখেছেন, ''আমি দেখছি দেশের অনেক তারকা #BlackLivesMatter প্রতিবাদ করছেন। এমনকি হাতির মৃত্যুতেও তাঁরা সরব হচ্ছেন। আমি এই দুই প্রতিবাদকে কোনওরকম অশ্রদ্ধা করছি না। কিন্তু খারাপ লাগছে, যখন পরিযায়ী শ্রমিকরা একরাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য পায়ে হাঁটছিলেন, তাঁরা তখন এক লাইনও লেখেননি। রোদের মধ্যে হেঁটে চামড়া উঠে গিয়েছে। তবুও একটা প্লাস্টিক বোতল সঙ্গী করে তাঁরা হেঁটেছেন। ট্রেন, ট্রাকে পিষ্ট হয়ে জীবন গিয়েছে। সেগুলো গুরুত্বপূর্ণ নয়? তাঁদের জীবনের তো কোনও দাম নেই?  যতটা না সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন তোলা সহজ, তার থেকে সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো পোস্ট দেওয়া অনেকটাই সহজ।''



সম্প্রতি এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে নিজেও উদ্যোগ নিয়েছেন দেব। নেপাল থেকে ৩৬ জন পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়েছেন সাংসদ, অভিনেতা।


আরও পড়ুন-নেপাল থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরালেন দেব