নেপাল থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরালেন দেব

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেসমস্ত আধিকারিকরা তাঁকে এই কাজে সাহায্য করেছেন তাঁদের সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন সাংসদ অভিনেতা। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 5, 2020, 08:56 PM IST
নেপাল থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরালেন দেব

নিজস্ব প্রতিবেদন : নেপাল থেকে ৩৬ জন পরিযায়ী শ্রমিককে দেশে ফেরালেন সাংসদ, অভিনেতা দেব। যাঁরা  স্বর্ণকার হিসাবে নেপালে কাজ করতেন বলে জানিয়েছেন দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেসমস্ত আধিকারিকরা তাঁকে এই কাজে সাহায্য করেছেন তাঁদের সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন সাংসদ অভিনেতা। 

দেবের উদ্যোগে দেশে ফিরে আসা এই ৩৬ জন পরিযায়ী শ্রমিক বহুদিন ধরেই ফেরার চেষ্টা করছিলেন। তবে বৈধ অনুমতি না পাওয়ায় ফিরতে পারছিলেন না। এদের মধ্যে বাঁকুড়া, আরামবাগ সহ অনেকজন ঘাটালেরও বাসিন্দা রয়েছেন। এখবর জানতে পেরেই তাঁদের ফেরাতে উদ্যোগী হন সাংসদ, অভিনেতা দেব। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিয়েই ৩৬ জন পরিযায়ী শ্রমিকের দেশে ফেরার ব্যবস্থা করেন তিনি। ৩৬ জনের মধ্যে দুই মহিলা রয়েছেন যাঁরা আবার অন্তঃসত্ত্বা বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন-গর্ভবতী হাতিকে হত্যা, কেরলের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীকে খোলা চিঠি মিমির

একইভাবে জম্মু-কাশ্মীর ও নেপালে আরও অনেকেই আটকে রয়েছেন, তাঁদেরও ফেরানোর চেষ্টা চালাচ্ছেন সাংসদ অভিনেতা দেব।

আরও পড়ুন-কেরলে গর্ভবতী হাতিকে নৃশংসভাবে হত্যা, সরব মিমি, নুসরত, রাজ, শুভশ্রীরা

.