অবশেষে ধুম থ্রি
শুরু হল ধুম থ্রি`র শ্যুটিং। স্বভাবতই উত্তেজিত অভিনেতা এবং যশ চোপড়া তনয়, উদয় চোপড়া। টুইট করেন, `আজ (শুক্রবার) পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু হল ধুম থ্রির... আমার কঠিন পরিশ্রমের দিন শুরু হল। ধরে নিচ্ছি এটাই আমার পুজো।"
শুরু হল ধুম থ্রি`র শ্যুটিং। স্বভাবতই উত্তেজিত অভিনেতা এবং যশ চোপড়া তনয়, উদয় চোপড়া। টুইট করেন, `আজ (শুক্রবার) পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু হল ধুম থ্রির... আমার কঠিন পরিশ্রমের দিন শুরু হল। ধরে নিচ্ছি এটাই আমার পুজো।"
উদয়ের দাদা আদিত্যর প্রযোজনায় এই ছবিতে অভিনয় করবেন আমির খান, অভিষেক বচ্চন এবং ক্যাটরিনা কাইফ। আমির এছবিতে `অ্যান্টি হিরো`। প্রথম এবং দ্বিতীয় ধুম`এর স্ক্রিপ্ট লেখক বিজয় কৃষ্ণ আচার্য এই ছবি পরিচালনা করছেন।