শুরুর বক্স অফিস লড়াইয়ে 'দিলওয়ালে' হারাল 'বাজিরাও মস্তানি'কে
সমালোচকরাও যাই বলুন। চলচ্চিত্র বিশেষজ্ঞরা যাই বলুন। বক্স অফিসে কিং সেই শাহরুখ খানই। বক্স অফিসে শুরুর লড়াইয়ে সঞ্জয় লীলা বনশালীর বাজিরাও মস্তানি-কে টেক্কা দিচ্ছে কিং খানের দিলওয়ালে। মুক্তি পাওয়ার পর প্রথম তিনদিনের ব্যবসার নিরিখে ভারতে ৬৫.০৯ কোটি টাকা কামিয়েছে 'দিলওয়ালে'। সেখানে দেশের বাজারে 'বাজিরাও মস্তানি' ৪৬.৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। গোটা বিশ্বের হিসেব ধরলে প্রথম সপ্তাহের তিনদিনের মধ্যেই ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে রোহিত শেঠির 'দিলওয়ালে'।
ওয়েব ডেস্ক: সমালোচকরাও যাই বলুন। চলচ্চিত্র বিশেষজ্ঞরা যাই বলুন। বক্স অফিসে কিং সেই শাহরুখ খানই। বক্স অফিসে শুরুর লড়াইয়ে সঞ্জয় লীলা বনশালীর বাজিরাও মস্তানি-কে টেক্কা দিচ্ছে কিং খানের দিলওয়ালে। মুক্তি পাওয়ার পর প্রথম তিনদিনের ব্যবসার নিরিখে ভারতে ৬৫.০৯ কোটি টাকা কামিয়েছে 'দিলওয়ালে'। সেখানে দেশের বাজারে 'বাজিরাও মস্তানি' ৪৬.৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। গোটা বিশ্বের হিসেব ধরলে প্রথম সপ্তাহের তিনদিনের মধ্যেই ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে রোহিত শেঠির 'দিলওয়ালে'।
মুক্তির দিন দিলওয়ালে কামিয়েছে ২১ কোটি টাকা, দ্বিতীয় দিন মানে শনিবার ২০.০৯ কোটি টাকা, আর ছুটির দিন রবিবার ২৪ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে, রণবীর সিংয়ের বাজিরাও- মুক্তির দিন ১২.৮০ কোটি, শনিবার ১৫.৫২ কোটি, রবিবার ১৮.৪৫ কোটি টাকার ব্যবসা করে। দিলওয়ালে, বাজিরাও মস্তানি মিলে দেশের বক্স অফিসে ১১১.৮৬ কোটি টাকার ব্যবসা করেছে।
২০০৭ সালে একই দিন মুক্তি পেয়েছিল শাহরুখের 'ওম শান্তি ওম' আর সঞ্জয় লীলা বনশালীর 'সাওয়ারিয়া'। সেবার শাহরুখ ঝড়ে উড়ে গিয়েছিল সঞ্জয়ের সিনেমা। এবার অবশ্য শুরুতে পিছিয়ে থাকলেও লড়াই আছে সঞ্জয়ের সিনেমা।
এতো গেল শুধু ব্যবসার কথা। আর দর্শকরা! তারা কী বলছেন? শাহরুখ ভক্তরা দিলওয়ালে দেখে দারুণ খুশি কিং খানের পারফরম্যান্সে। কিন্তু চলচ্চিত্র সমালোচকরা বলছেন, রোহিত শেঠির এই সিনেমায় সব আছে গল্প নেই। আর বাজিরাও মস্তানিকে তাঁর ভাল নম্বর দিচ্ছেন। অনেকে এমনও বলছেন, রণবীর সিংয়ের জীবনের মনে রাখার মত একটা সিনেমা হল বাজিরাও মস্তানি।
তা হলে ব্যাপার কী দাঁড়াল! সমালোচনা যাই হোক শাহরুখই বলিউডে সাফল্যের শেষ কথা।